রামানন্দ সাগরের নাতনি ও প্রযোজক মীনাক্ষী সাগরের কন্যা সাক্ষী চোপড়া কাজ করতে চলেছেন একটি ওয়েব সিরিজে। তার বিপরীতে কাজ করবেন হিন্দি ছোট পর্দার অভিনেতা পার্থ সামথান। সূত্র মারফত জানা গিয়েছে, দু’জনকেই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে। এখন থেকেই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছেন দুই তারকা। সব ঠিক থাকলে, এ বছরের শেষেই শুরু হবে শুটিং।
সূত্র জানাচ্ছে, ওয়েব সিরিজটির নাম ‘সোশ্যাল কারেন্সি’। একসঙ্গে কাজ করবেন বলে উচ্ছ্বসিত হলেও সাক্ষী ও পার্থ তাঁদের এই নতুন কাজ সম্পর্কে একটিও কথা বলেননি। কোন ধরনের ঘোষণা করেননি তাঁরা৷ শুধু এটুকুই জানা গিয়েছে, তাঁরা একসঙ্গে কাজ করতে চলেছেন। সূত্র মারফত এও জানা গিয়েছে, শেষমেশ তাঁরা দুজনেই যদি কাজ থেকে সরে না আসেন ওয়েব সিরিজ সম্পর্কে আলাদাভাবে অফিশিয়াল ঘোষণা করবে প্রযোজনা সংস্থা।
একটা সময় জানা গিয়েছিল বিগ বস ১৪ তে প্রতিযোগী হতে চলেছেন সাক্ষী। তাই নিয়ে বেশ হইচই হয়। কিন্তু নাম ঘোষণা হওয়ার পর দেখা যায়, তালিকায় সাক্ষীর নামই নেই। ২৩ বছরের অভিনেত্রীর জীবনে বিতর্কের অন্ত নেই। তাঁকে নিয়ে টুইট যুদ্ধ চলে বেশ কিছুদিন। সাক্ষী বোল্ড ও খোলামেলা পোশাক পরতেই স্বাচ্ছন্দ। সেই ধরনের পোশাকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি৷ তাই নিয়ে বিতর্ক হয় বিস্তর।
অন্যদিকে পার্থ বেশকিছু ধারাবাহিকে কাজ করেছেন। তাঁকে শেষবার দেখা যায় একতা কাপুরের ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কে ২’ ধারাবাহিকে। সিরিয়াল চলাকালীন গুজব রটে, ধারাবাহিকের প্রধান মহিলা চরিত্র এরিকা ফার্নান্ডেজের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পার্থ৷
আরও পড়ুন: Milind Soman: একজন মহিলার মধ্যে কী ভাল লাগে মিলিন্দ সোমনের, অবশেষে জানালেন নিজেই
আরও পড়ুন: Tanushree Dutta: সাবেকি পোশাকে মজেছেন ‘আশিক বনায়া আপনে’ গার্ল তনুশ্রী দত্ত; দেখুন ছবিতে