Milind Soman: একজন মহিলার মধ্যে কী ভাল লাগে মিলিন্দ সোমনের, অবশেষে জানালেন নিজেই
মিলিন্দ স্পষ্টই বলেন একজন মহিলার মধ্যে কোন বিষয়টি তাঁর পছন্দ, কোন বিষয়টি তাঁকে আকৃষ্ট করে সবচেয়ে বেশি।
‘মেড ইন ইন্ডিয়া’, ‘ক্যাপটেন ভিওম’ – ৯০-এর দশক থেকে তিনি ক্রাশ হয়ে উঠেছেন অনেকের। তিনি মিলিন্দ সোমন। তাঁর প্রচুর মহিলা ফ্যান ফলোয়ার। কিন্তু আজ পর্যন্ত কেউ তাঁর পছন্দ কী সেটা জানতে পারেননি। পছন্দ বলতে, মহিলাদের মধ্যে কী পছন্দ সেটি। সেই বিষয়টি নিয়েই এবার মুখ খুললেন মিলিন্দ। জানালেন তাঁর পছন্দের কথা।
‘সুপার মডেল অফ দ্য ইয়ার’-এর বিচার মিলিন্দ। শোটি জজ করেন মালাইকা আরোরাও। শোয়ে মিলিন্দ স্পষ্টই বলেন একজন মহিলার মধ্যে কোন বিষয়টি তাঁর পছন্দ, কোন বিষয়টি তাঁকে আকৃষ্ট করে সবচেয়ে বেশি। জানান, ‘সাইকো’ মহিলাদের পছন্দ করেন তিনি। সেটাই নাকি মিলিন্দের ‘টার্ন অন’।
View this post on Instagram
অভিনেতা-মডেলের এই কথা শুনে সেটের সকলে হাসিতে গড়িয়ে পড়েন। কিন্তু হতবাক হয়ে পড়েন মালাইকা। তাঁকে হতবাক হতে দেখে মিলিন্দ বলেন, মহিলাকে লাউডও হতে হবে। এসব শুনে মালাইকা বলেন, “এমন মহিলার সঙ্গে আমি একই ঘরে থাকতেই চাইব না। উলটো দিকে দৌড়াতে থাকব।”
মিলিন্দ অকপট বলেন, “লাউড ও সাইকো মহিলারা সহজেই আমার দৃষ্টি আকর্ষণ করে।” উত্তরে মালাইকা বলেন, “সত্যি তাই…”
মালাইকার কেমন পুরুষ পছন্দ, তাঁকে জিজ্ঞেস করেন মিলিন্দও। মালাইকা বলেন, “একটু রাফ পুরুষ আমার পছন্দ। যে ভাল চুমু খেতে পারে। ক্লিন শেভেন নয়। ফ্লার্ট করতে পারে।” সেই সঙ্গে এও বলেন, পরনিন্দা-পরচর্চা করা পুরুষদের তিনি একেবারেই পছন্দ করেন না। অন্যদিকে মিথ্যে কথা বলা মহিলাদের একেবারেই সহ্য করেন না মিলিন্দ। জানান, তাঁর স্ত্রী অঙ্কিতা তাঁকে পুরোপুরি চেনেন। তাঁর সবক’টি রূপ তিনি দেখেছেন।
আরও পড়ুন: Tanushree Dutta: সাবেকি পোশাকে মজেছেন ‘আশিক বনায়া আপনে’ গার্ল তনুশ্রী দত্ত; দেখুন ছবিতে
আরও পড়ুন: Arshiya Mukherjee: আরশিয়াকে ‘শালা’ বলল কে; ঘাবড়ে গেল শিশু শিল্পী!