Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra: প্রকাশ্যে বাতকর্ম থেকে ঘুমিয়ে নাক ডাকা, ‘লাই ডিটেক্টর’-এ ফাঁস প্রিয়াঙ্কার সব সত্যি

Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া-- হলি থেকে বলি তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এ হেন প্রিয়াঙ্কার জীবনের একাধিক সত্য এবার 'জনতার দরবারে'। লাই ডিটেক্টরে সামনে রাখতেই ফাঁস হয়ে গেল জীবনের নানা অজানা কথা।

Priyanka Chopra: প্রকাশ্যে বাতকর্ম থেকে ঘুমিয়ে নাক ডাকা, 'লাই ডিটেক্টর'-এ ফাঁস প্রিয়াঙ্কার সব সত্যি
ফাঁস প্রিয়াঙ্কার সব সত্যি
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2023 | 8:05 PM

প্রিয়াঙ্কা চোপড়া– হলি থেকে বলি তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এ হেন প্রিয়াঙ্কার জীবনের একাধিক সত্য এবার ‘জনতার দরবারে’। লাই ডিটেক্টরে সামনে রাখতেই ফাঁস হয়ে গেল জীবনের নানা অজানা কথা। এই যেমন তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি নাক ডাকেন কিনা, বা ধরুন কোনওদিন প্রকাশ্যে বাতকর্ম করেছেন কিনা ইত্যাদি… এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিলেন তিনি। আবার কিছু প্রশ্নের মিথ্যে উত্তর দিয়ে ধরাও পড়ে গেলেন তিনি। প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, “এমন কোনও সিনেমা আছে যেখানে অভিনয় করে তাঁর একদম ভাল লাগেনি।” তিনি উত্তর দেন, “হ্যাঁ, কিন্তু আমি বলতে পারব না কোন ছবি। ওই ছবির অভিজ্ঞতা বেশ ভয়ঙ্কর। ঘণ্টার পর ঘণ্টা আমাকে অপেক্ষা করতে হত।” তিনি আরও জানান, জনসমক্ষে বাতকর্মও করেছেন তিনি। তাঁর কথায়, “হ্যাঁ করেছি। নিঃশব্দে… কিন্তু ভয়ঙ্কর ছিল।”

দেরি করা নিয়েও যে মিথ্যে বলেন অভিনেতা, তাও ফাঁস হয়ে গিয়েছে এই প্রশ্ন-উত্তরের খেলায়। নাক-ডাকা নিয়ে মিথ্যে বলেছিলেন প্রিয়াঙ্কা। ধরা পড়ে গিয়েছে সেই মিথ্যেও। নায়িকার কথায়, “আমার স্বামী বলে যে আমি নাক ডাকি, কিন্তু আমি বিশ্বাস করি না।” নায়িকা এই কথা বলামাত্রই লাল আলো জ্বলে ওঠে। অর্থাৎ তিনি যে মিথ্যে বলেছেন, তা ধরা পড়ে যায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বলিউডে সাইডলাইন হওয়া নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “আমাকে কোনায় ঠেলে দেওয়া হচ্ছিল। আমায় ছবিতে নেওয়া হচ্ছিল না। খেলতে পারি না। ক্রমাগত রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। আমার ব্রেকের দরকার ছিল।” আর সেই কারণেই নাকি হলিউডে নোঙর ফেলেন প্রিয়াঙ্কা। ম্যানেজারের প্রস্তাব অনুযায়ী কাজ শুরু করেন, আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে। এখানেই থামেননি তিনি। যোগ করেন, “আমার কেরিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল ওঁরা আমার কাজ নিয়ে নিচ্ছিল। শুধু ছবি থেকে বাদ দিয়ে দেওয়াই নয়, আমায় যাতে না নেওয়া হয় সেই ব্যবস্থাও করছিল অনবরত।” এই মুহূর্তে হলিউডে চুটিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ওয়েবসিরিজ ‘সিটাডেল’। নেটদুনিয়ায় তা পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।