Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rasika Dugal: বীণা ত্রিপাঠীর চরিত্রে অভিনয় করা অনেক বেশি কঠিন ছিল বলে জানালেন রসিকা

রসিকা দুগল মূলত তাঁর করা বীণা ত্রিপাঠীর চরিত্রে স্মরণীয় হয়ে আছেন। তিনি তাঁর অভিনিত 'লুটকেস'-এর জন্যও মনোনীত হয়েছেন।

Rasika Dugal: বীণা ত্রিপাঠীর চরিত্রে অভিনয় করা অনেক বেশি কঠিন ছিল বলে জানালেন রসিকা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 11:39 AM

ওয়েব সিরিজ ‘মির্জাপুর ২’ সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন (আইএফএফএম) ২০২১-এ ‘সেরা সিরিজ’-এর খেতাব জিতেছে। অভিনেত্রী রসিকা দুগল এর ঠিক পরেই জানান কীভাবে তাঁকে শুরুতে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বীণা ত্রিপাঠীর চরিত্রে অভিনয় করা মোটেই সহজ কাজ ছিল না। কিন্তু নায়িকার অদম্য ইচ্ছেশুক্তি তাঁকে এই চরিত্রে প্রভূত জনপ্রিয়তা এনে দিয়েছে।

রসিকা দুগল ‘লুটকেস’ এবং ওয়েব সিরিজ ‘মির্জাপুর ২’-তে তাঁর কাজের জন্য দুটি মনোনয়ন পেয়েছেন।

দুটি প্রজেক্টেই তাঁর চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে রসিকা আইএএনএসকে বলেন, “আমি অবশ্যই বলব ‘লুটকেস’ এবং ‘মির্জাপুর’ -এ এই দুই নারী একদম আলাদা। অভিনেত্রী হিসেবে আমার জন্য এটি বহুমুখী একটা সুযোগ ছিল। আমি বাস্তব জীবনে একটু অন্তর্মুখী, লাজুক আর খামখেয়ালি প্রকৃতির। যা বীনা ত্রিপাঠীর ঠিক উল্টো। মির্জাপুরে কেউ আমাকে মির্জাপুরের বীনা বলে কল্পনাই করতে পারেনি। এই চরিত্রের মাধ্যমে তাঁর ব্যক্তিত্বের যে কামুকতার দিক ফুটিয়ে তোলা হয়েছে তা আমার ক্ষেত্রে ফুটিয়ে তোলা খুব চ্যালেঞ্জিং ছিল। এটি একটি আকর্ষণীয় চরিত্র ছিল কারণ সে দৃঢ় এবং নির্ভীক। সব সময় একটা প্ল্যান করে পদক্ষেপ নেয় বীণা। সুতরাং, একজন অভিনেত্রী হিসেবে আমার কাছে দুটি কাজের জন্যই মনোনয়ন পাওয়া খুব স্পেশ্যাল ছিল। “

‘মির্জাপুর’ ওয়েব সিরিজের নতুন সিজন আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছিল। এই সিরিজে পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল, দিব্যেন্দু শর্মা, বিজয় বর্মা, শ্রিয়া পিলগাঁওকর এবং শ্বেতা ত্রিপাঠি শর্মাও রয়েছেন।

তাঁর বেশিরভাগ কাজ, বিশেষ করে সিনেমা ‘কিসসা’, ‘তু হ্যায় মেরা সানডে’, ‘হামিদ’, ‘মান্টো’ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। এমনকি অভিনেত্রী নিজেও প্রচুর প্রশংসা পেয়েছেন। এর জন্য রসিকা বিশ্বাস করেন যে ওটিটিই তাঁকে এই জায়গা করে দিয়েছে। এই ধরনের সিনেমা বা তাঁর মতো অভিনেত্রী ওটিটি ছাড়া এত বেশি সমাদৃত হতেন বলে তিনি মনে করছেন না। তিনি সে কারণে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন।

রসিকা বলেন, “এটা সত্যিই খুব ভালো লাগে যখন আমাদের কাজগুলো সার্বজনীন দর্শক দেখেন। যেসব দর্শক উৎসবে আসেন এবং চলচ্চিত্রগুলি দেখেন তারা খাঁটি সিনেমা প্রেমী। তাঁরা আমাদের কাজটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করেন। তাঁরা অন্যান্য আন্তর্জাতিক সিনেমা দেখেও একইভাবে আকৃষ্ট হন। ‘লুটকেস’, ‘মান্টো’ দেখে দর্শক কতটা কৌতূহলী তা জানতে পারা যায় এই ধরনের অনুষ্ঠানে। সবচেয়ে বেশি ভাল লাগে যখন তাঁরা আমার অভিনিত কোনো সিরিজ দেখে জিজ্ঞাসা করে, ‘নতুন সিজন কবে আসছে?'”

আরও পড়ুন: ‘পরিবারের কঠিন সময়ে বিগ বসে এসেছি’, স্বীকার শমিতার