বিহারকে সে ভাবে হিন্দি শোবিজ কাজে লাগায়নি: রবি কিষণ

সম্প্রতি তিনি আরব জিন্দল প্রযোজিত এবং অবিনাশ দাস নতুন ওয়েব সিরিজ ‘রানঅ্যাওয়ে লুগাই’তে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন।

বিহারকে সে ভাবে হিন্দি শোবিজ কাজে লাগায়নি: রবি কিষণ
রবি কিষণ।
Follow Us:
| Updated on: May 24, 2021 | 3:06 PM

অভিনেতা-রাজনীতিবিদ রবি কিষণ একাধারে নিজের রাজনৈতিক কেরিয়ার এবং ফিল্মি কেরিয়ার দুই সামলে চলেছেন। সম্প্রতি তিনি আরব জিন্দল প্রযোজিত এবং অবিনাশ দাস নতুন ওয়েব সিরিজ ‘রানঅ্যাওয়ে লুগাই’তে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন।

View this post on Instagram

A post shared by Ravi Kishan (@ravikishann)

আরও পড়ুন ১৫ দিন পর বাবাকে ফিরে পেলেন ‘বাহামণি’ রণিতা

তাঁকে প্রশ্ন করা হয় কেন তিনি ওয়েব সিরিজের প্রস্তাবে গ্রহণ করলেন, উত্তরে তিনি বলেন, “আমার শোয়ের কনসেপ্ট পছন্দ হয়, এছাড়া, আমি বিহারে শুটিংয়ের পরিকল্পনাটির প্রশংসাও করেছি, বিশেষত কয়েকটি অনাবিষ্কৃত জায়গায় শুটিং হয়েছে। বিহার ভীষণ সুন্দর এবং আমি মনে করি হিন্দি শোবিজ শুটিংয়ের জায়গা হিসাবে বিশেষত রাজ্যের ভিতরে অনেক স্থানকে পুরোপুরি কাজে লাগায়নি।”

View this post on Instagram

A post shared by Ravi Kishan (@ravikishann)

তিনি আরও বলেন, “আমি এই শোটি হালকা, চিত্তাকর্ষক এবং এই বিষাদময় সময়ে একটি উষ্ণতা জোগাবে” শুটিং সেটে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রবি কিষণ বলেন, “শুটিংয়ের সময় বিহারে বন্যা হয়েছিল, তবে নির্মাতা হিসাবে, আরব দলকে একসঙ্গে রেখেছিলেন এবং সমস্ত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দলটি শুটিং শেষও করেন।

সঞ্জয় মিশ্রা, নবীন কস্তুরিয়া, রুহি সিং, আরিয়া বাব্বার, পঙ্কজ ঝা, চিত্তরঞ্জন ত্রিপিঠি এবং সাকশম কাপুর মূল চরিত্রে অভিনয় করছেন এই শো-তে।