Samantha Ruth Prabhu: শরীরে জটিল রোগ, এক বছর ব্রেক নেওয়ায় কত কোটি ক্ষতি হল সামান্থার?

Samantha Ruth Prabhu: বেশ কিছু সময় ধরেই ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। শরীর জুড়ে বাসা বেঁধেছে জটিল রোগ, এখানেই শেষ নয়, নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের কারণে তাঁর দিকেই আঙুল উঠেছে।

Samantha Ruth Prabhu: শরীরে জটিল রোগ, এক বছর ব্রেক নেওয়ায় কত কোটি ক্ষতি হল সামান্থার?
সামান্থা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 1:02 PM

বেশ কিছু সময় ধরেই ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। শরীর জুড়ে বাসা বেঁধেছে জটিল রোগ, এখানেই শেষ নয়, নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের কারণে তাঁর দিকেই আঙুল উঠেছে। রটেছে নানা ভুয়ো খবরও। ‘অটো ইমিউন রোগ’ মায়োসাইটিসে আক্রান্ত তিনি। সামান্থা সিদ্ধান্ত নিয়েছেন আগামী এক বছর সিনেমা থেকে নিজেকে সরিয়ে রাখবেন তিনি। এ কারণে, বেশ কিছু ছবি ছাড়তে হয়েছে তাঁকে। এই সিদ্ধান্তে মোট কত কোটি টাকার লোকসান হয়েছে নায়িকার? সূত্র জানাচ্ছে, একটি ছবি করতে সাড়ে তিন থেকে ৪ কোটি টাকা নিয়ে থাকেন সামান্থা। যদি সেই হিসেব করা যায় তবে এই এক বছরে প্রায় ১২ কোটির মতো লোকসান হতে চলেছে তাঁর। তাতে অবশ্য বিশেষ আক্ষেপ নেই নায়িকার। বরং তিনি সুস্থ হয়ে উঠতে চান আগে। সেই মতোই মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাতে যাবেন তিনি। সব ঠিক থাকলে আগামী মাসের শেষেই উড়ে যাবেন বিদেশে।

২০২২ সালে এক যৌথ বিবৃতির মাধ্যমে সামান্থা ও নাগা জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ভক্তদের মন ভাঙে। কেন সামান্থা-নাগার বিচ্ছেদ হয়, সে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে শোনা যায়, য়ের পর সামান্থার খোলামেলা পোশাক ও দৃশ্যে বেশ আপত্তি ছিল আক্কিনেনি পরিবারের। পেশাগত জীবনে এই হস্তক্ষেপ নাকি মেনে নিতে পারেননি সামান্থা।সেই কারণে সরে আসেন, গুঞ্জন তেমনটাই।