Shahrukh- Aryan: শাহরুখের হাত ধরে প্রথম সাক্ষাৎকারে আরিয়ান, ইচ্ছেপূরণ করণের
KWK Show: প্রকাশ্যে কোনও দিন কোনও সাক্ষাৎকার দেননি শাহরুখ পুত্র। কফি উইথ করণ, বরাবরই করণের ভীষণ কাছের একটি শো। সেখানেই বন্ধুর মুখ চেয়ে বারবার হাজির হয়েছেন শাহরুখ খান।
শাহরুখ খান ও করণ জোহর কেরিয়ারের শুরু থেকেই বন্ধু। প্রায় দুই দশকের বেশি সময় ধরে তাঁরা একে অপরের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রেখেছেন। এক কথায় পারিবারিক বন্ধুও বলা চলে। শাহরুখের বাড়ির প্রতিটা সদস্যর সঙ্গে ভাল সম্পর্ক রেখেছেন করণ জোহর। চেয়েছিলেন শাহরুখ পুত্রকে ছবিতে নামাতে। বারবার অনুরোধ করেছিলেন শাহরুখ খানকে। ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন আরিয়ান খানকেও। তবে রাজি করাতে পারেননি কিছুতেই, আরিয়ান বারবার জানিয়ে দিয়েছিলেন তিনি ছবি করতে চান, তবে ক্যামেরার সামনে থেকে নয়, ক্যামেরার পিছনে থেকে। সেই মতোই নিজেকে তৈরি করে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। যেখানে বাবা শাহরুখ খানকে রেখেছিলেন ফ্রেমে। এবার ওয়েব সিরিজের পরিচালনা করতে চলেছেন আরিয়ান।
তবে প্রকাশ্যে কোনও দিন কোনও সাক্ষাৎকার দেননি শাহরুখ পুত্র। কফি উইথ করণ, বরাবরই করণের ভীষণ কাছের একটি শো। সেখানেই বন্ধুর মুখ চেয়ে বারবার হাজির হয়েছেন শাহরুখ খান। তবে শেষ বার অর্থাৎ সিজ়ন ৭-এ দেখা যায়নি তাঁকে। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন ছবি মুক্তির আগে কোনও রকমের বচসায় জড়াতে চান না তিনি। সেই কারণেই কোনও সাক্ষাৎকারেই দেখা যায়নি তাঁকে। তবে কথা দিয়েছিলেন পরবর্তী সিজ়নে তিনিম উপস্থিত থাকবেন।
এবার তেমনটাই করতে চলেছেন শাহরুখ খান। তবে সারপ্রাইজ় এখানেই শেষ নয়, আরও জানা যায়, শাহরুখ খানের সঙ্গে নাকি উপস্থিত থাকতে চলেছেন আরিয়ান খানও। বাবার হাত ধরেই প্রথম সাক্ষাৎকার দেবেন বলিউডের হবু পরিচালক। তা নিয়ে এখন জল্পনাও তুঙ্গে। যদিও সবটাই বলিউড সূত্রের খবর। কারণ এই প্রসঙ্গে শাহরুখ খান কিংবা করণ জোহার কেউই মুখ খোলেননি। প্রসঙ্গত এই শো শেষবার ওটিটি-তে সম্প্রচার হয়েছিল। শোনা যায় সেই কারণেই অনেকে নাকি এই শোয়ে উপস্থিত হতে চাইছেন না। এমন কি শোয়ের প্রোমোতেই ঠিক তেমনই মজার প্রোমো তৈরি করতে দেখা গিয়েছিল করণকে। এখন দেখার, চলতি বছর তিনি কী সিদ্ধান্ত নেন।