AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shefali Shah Struggle: ভিড়ের মাঝে অশ্লীল স্পর্শ, মানসিকভাবে ভেঙে পড়েন শেফালি

Viral News: শেফালি শাহ, অনবদ্য অভিনয়ে বারে-বারে সকলের নজরের কেন্দ্রে যিনি জায়গা করে নিয়েছেন, তিনিই এবার তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন প্রকাশ্যে।

Shefali Shah Struggle: ভিড়ের মাঝে অশ্লীল স্পর্শ, মানসিকভাবে ভেঙে পড়েন শেফালি
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 3:32 PM
Share

শেফালি শাহ, অনবদ্য অভিনয়ে বারে-বারে সকলের নজরের কেন্দ্রে যিনি জায়গা করে নিয়েছেন, তিনিই এবার তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন প্রকাশ্যে। বরাবরই তিনি স্পষ্টবাদী। খোলামেলা যেকোনও বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করেন শেফালে। তবে এবার এ কোন প্রসঙ্গে আলোকপাত করলেন সেলেব? প্রকাশ্যে বা ভিড়ের মাঝে অভিনেত্রীদের ঠিক কোন পরিস্থিতি দিয়ে মাঝে মধ্যেই যেতে হয়, তা নিয়ে মুখ খুললেন। তিনি নিজেও এমন পরিস্থিতির শিকার হয়েছেন বহুবার। পাপারাৎজিদের চোখ কিছুই এড়ায় না। তাই কখনও-সখনও ক্যামেরায় ধরা পড়তে দেখা যায়, প্রকাশ্যে অস্বস্তিকর অবস্থায় সেলেবরা ঠিক কতটা সমস্যার মুখে পড়ছেন।

ঠিক কী হয়েছিল শেফালির সঙ্গে? সম্প্রতি এএনআই পডকাস্টে অভিনেত্রী জানান, আমি আগেও বলেছি, প্রত্যেকেই এই পরিস্থিতি দিয়ে গিয়েছি। আমার মনে আছে আমি একবার বাজারে ভিড়ের মধ্যে হাঁটছিলাম। হঠাৎই এক অস্বস্তিকর স্পর্শ। আমার খুব খারাপ লেগেছিল। আমি এই বিষয় কখনও কিছু বলেনি, খারাপ লেগেছিল বলে বলেনি এমনটা নয়, বরং এটা লজ্জা জনক তাই এই বিষয় কথা বলতে চাইনি।

ঘটনা প্রসঙ্গে শেফালির মত- তিনি আরও বলেন, অনেকেই হয়তো ভাবছেন আমি কেন কিছু বললাম না। কারণ অনেকেই হয়তো বলবেন, ভুলে যাও, মিটিয়ে নাও। সত্যি বলতে কি আমি এতটাও ভাবিনি।

শেফালির ডার্লিংস অন্যতম চর্চিত সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরপরই প্রশংসা কুড়োতে শুরু করেছে এই ওয়েব ফিল্ম। গার্হস্থ্য হিংসা এবং হিংসার শিকার গৃহবধূদের শান্তভাবে জ্বলে ওঠাই চিত্রনাট্যের গল্প। ছবিতে ‘মার খাওয়া’ গৃহবধূ বদ্রুন্নিসার চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। তাঁর মা শাসুন্নিসার চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ। তিনি এক কথায় অনবদ্য পারফর্ম করেছেন গোটা ছবিতে। বারে বারে চর্চার কেন্দ্রে উঠে আসে তাঁর নাম। বর্তমানে সিনেপাড়ায় এই অভিনেত্রীর চাহিদা তুঙ্গে। বেশ কিছু প্রজেক্টের কাজ নিয়ে বেজায় ব্যস্ত এখন তিনি।