Shehnaaz Gill: সিদ্ধার্থ সব সময় আমাকে খুশি দেখতে চেয়েছে: শেহনাজ গিল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 07, 2022 | 3:41 PM

Shehnaaz Gill: বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা।

Shehnaaz Gill: সিদ্ধার্থ সব সময় আমাকে খুশি দেখতে চেয়েছে: শেহনাজ গিল
শেহনাজ-সিদ্ধার্থ।

Follow Us

নতুন চ্যাট শো নিয়ে আসছেন শিল্পা শেট্টি। যে চ্যাট শো’তে কথা হবে ফিটনেস, ডায়েট আর মানসিক স্বাস্থ্য নিয়ে। শেহনাজ গিল বিগত বেশ কিছু মাসে যেমন জোর দিয়েছেন ফিটনেসে আবার ঠিক একই ভাবে ভেঙে পড়া মনও জোরা লাগানোর চেষ্টা করছেন অনবরত। নেপথ্যে সিদ্ধার্থের বলা একটা কথা!

চ্যাট শো’র যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে শেহনাজ প্রকাশ্যেই জানিয়েছেন তাঁর এই ভাল থাকার চেষ্টা শুধু সিদ্ধার্থের জন্যই। তাঁর কথায়, “ও আমার সব সময় হাসিখুশি দেখতে চাইত”। আর সেই কারণেই সিদ্ধার্থের ইচ্ছেকে গুরুত্ব দিতে আবারও ঘুরে দাঁড়িয়েছেন শেহনাজ শুরু করেছেন নতুন জীবন। শিল্পা শেট্টির ওই শো-তে শেহনাজ ছাড়াও জ্যাকলিন থেকে জন আব্রাহামও হাজির আমন্ত্রিত হিসেবে। মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে মন উজাড় করা কথা তাঁর ভাগ করে নিয়েছেন শিল্পার সঙ্গে। আগামী ১১ মার্চ থেকে শুরু হতে চলেছে চ্যাট শো’টির স্ট্রিমিং।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর আচমকাই প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। সিদ্ধার্থের শেষকৃত্যে সঙ্গী হয়েছিলেন শেহনাজ। গাড়ি থেকে নামতেই পাপারাৎজি ঘিরে ধরেছিল তাঁকে। দাদা শাহবাজের উপস্থিতিতে ক্রমে ভিড় ঢেলে এগিয়ে গিয়েছিলেন তিনি। শ্মশানে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। পরেছিলেন সাদা-মাটা চুড়িদার। ক্লান্তি-কষ্টে মাথা এলিয়ে দিয়েছিলেন গাড়ির সিটে। সব সময় হাসিখুশি মেয়েটির এমন অবস্থা সেই প্রথম দেখেছিলেন নেটিজেন। তিনি যে ভাল নেই সেকথা জানিয়েছিল তাঁর পরিবারও। গত ২ সেপ্টেম্বর ঘুমের মধ্যেই প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। চিকিৎসক জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। এর পর কেটেছে বেশ কিছু মাস। শেহনাজও কাজের ফিরেছেন। তবু তাঁর অনুরাগীদের মতে চেনা ছন্দে নেই শেহনাজ। নেই আগের মতো গাল জুড়ে হাসি। সেই কারণেই কি শিল্পার এই শো’এ হাজির তিনি?

বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। গত বছরের শেষে প্ল্যান ছিল বিয়ের। যদিও তা অপূর্ণই থেকে যায়।

আরও পড়ুন-Bengali Serial Pilu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে কোন অভিনেতা ‘র‍্যাগিং’ করেছিলেন মেঘাকে?

আরও পড়ুন-Shane Warne: তাঁর বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চেয়েছিলেন ‘ক্রিকেটের বরপুত্র’ শেন ওয়ার্ন?

Next Article