Big Boss 15: ‘বিগবসের ঘরে যৌন সঙ্গম হয়েছে’, বিস্ফোরক দাবি প্রতিযোগীর

যে সময়ের ভিডিয়োটি তখনও উরফি বিগবস থেকে বাতিল হননি। ঘরের মধ্যে একটি ক্যামেরার দিকে মুখ করে উরফিকে জনসাধারণের উদ্দেশ্যে বলতে শোনা যায়, "বিগবস ওটিটির ঘরে সঙ্গম হয়েছে।"

Big Boss 15: 'বিগবসের ঘরে যৌন সঙ্গম হয়েছে', বিস্ফোরক দাবি প্রতিযোগীর
উরফি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 9:55 AM

জনপ্রিয় শো বিগ ব্রাদার সম্পর্ক আনা হয়েছিল এ ধরনের দাবি। এ বার বিগবস ওটিটিকে নিয়েও একই দাবি করলেন এই সিজনের প্রথম বাতিল হয়ে যাওয়া প্রতিযোগী উরফি জাভেদ। তাঁর দাবি, বিগবসের ১৫ তম সিজনে নাকি ঘরের মধ্যেই অন ক্যামেরা যৌন সঙ্গম হয়েছে। উরফির বলা সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

যে সময়ের ভিডিয়োটি তখনও উরফি বিগবস থেকে বাতিল হননি। ঘরের মধ্যে একটি ক্যামেরার দিকে মুখ করে উরফিকে জনসাধারণের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “বিগবস ওটিটির ঘরে সঙ্গম হয়েছে। জানিনা আপনাদের দেখানো হয়েছে কিনা। কিন্তু আমি সত্যি বলছি এখানে এমনটাই হয়েছে।” পাশেই দাঁড়িয়েছেন শো’র অন্যতম প্রতিযোগী প্রতীক সহজপাল। উরফির ওই দাবিতে খানিক অবাক হয়ে যান তিনি। উরফি তাঁকে বলেন, “তুমি দেখোনি? এই যে এই এইখানে যখন দুই বাদর সঙ্গম করছিল, জানিনা প্রতীক তুমি তখন কী করছিলে?” এই ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনের তরফে। কেউ কেউ বলেছেন, শো’র টিআরপি বাড়াতেই উরফি এমন মন্তব্য করেছেন। আবার কেউ কেউ উরফির বলা কথাকেই মান্যতা দিয়ে বিগবসের কাছে কৈফিয়ত দাবি করেছে। যদিও বিগবসের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। বিগবস ওটিটির প্রথম সপ্তাহের বাতিল পর্বেই বাড়ির বাইরে চলে যেতে হয় উরফিকে। বেরিয়ে এসে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। জার্নি ছোট ছিল, কিন্তু মজার ছিল… জানান তিনি।

এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্ম ভুটে চলছে বিগবস ১৫। খুব শীঘ্রই টিভিতেও দেখা যাবে এই শো। আর এই টিভি’র প্রথম প্রোমো প্রকাশ্যে। টিভি’র বিগবসে থাকবেন স্বয়ং রেখা। তবে তাঁকে দেখা যাবে না, শুধু শোনা যাবে।

ব্যাপারটা গোলমেলে লাগছে? যে প্রোমো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে সঞ্চালক সলমন খান এক জঙ্গলের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন। আচমকাই এক গাছের সামনে হাজির হন তিনি। সেই গাছে সবুজ পাতা নেই। তার রকম বাকি গাছেদের থেকে অনেকটাই আলাদা। সেই গাছ আবার গানও করে। রেখার আইকনিক ছবি ‘উমরাও জান’-এর ইয়ে কাহা হ্যায় দোস্তো… শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে রেখার গলাতেই। হ্যাঁ, ওই গাছটিরই ভয়েস ওভার করেছেন রেখা। সলমন গাছটির নাম দিয়েছেন, ‘বিশ্বসুনট্রি’। প্রোমোতে ওই গাছ ও সলমনের কথোপকথন অনুরাগীদের উত্তেজনা বাড়িয়েছে হাজার গুণ। এই সিজনে ওই বিশ্বসুনট্রির যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা হলফ করে বলাই যায়।

আর রেখা? তাঁর এই নতুন যাত্রা নিয়ে তিনি কী বলছেন? তাঁর কথায়, “বিগবসে সব রয়েছে। ড্রামা, অ্যাকশন, মজা… উত্তেজনা থেকে শুরু করে সব। জীবনের সমস্ত অনুভূতির ক্র্যাশ কোর্স করা যাবে এখানে। এর চেয়ে ভাল পোয়েটিক জাস্টিস আর কী বা হতে পারে?” তিনি যোগ করেন, “একেবারে অন্য অভিজ্ঞতা হতে চলেছে। স্পিকিং ট্রির ভয়েস ওভার নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা। সলমন আবার ওকে ভালবেসে নাম দিয়েছে বিশ্বসুনট্রি। এমন একটি গাছ যা জ্ঞান, আশা ও বিশ্বাসে ভরা।” একদিকে রেখা-সলমন… অন্যদিকে ওটিটির সঞ্চালক করণ জোহর … সব মিলিয়ে বিগবস ১৫ জমে উঠেছে। এতে মশালা যোগ করছেন উরফি প্রতীক সহজপালের মতো প্রতিযোগীরা। শেষ হাসি হাসবেন কে? সেটিই দেখার।