Sonam Kapoor: অবশেষে ছেলের মুখ দেখালেন সোনম, কার মতো দেখতে ‘বায়ু’ কে?
Sonam Kapoor: এর আগেও ছেলের ছবি শেয়ার করেছেন সোনম কাপুর। তবে ছেলের মুখ তিনি কখনও দেখাননি। হয় ছবিতে মুখের সামনে ইমোজি দিয়ে অথবা মুখ ঘুরিয়ে ছবি দিয়েছেন একরত্তি বায়ুর। কিন্তু রবিবার সোনমের জীবনে এক বিশেষ দিন। আর এই বিশেষ দিনে ভক্তদের জন্য মেগা সারপ্রাইজের জোগান দিলেন সোনম কাপুর।

এর আগেও ছেলের ছবি শেয়ার করেছেন সোনম কাপুর। তবে ছেলের মুখ তিনি কখনও দেখাননি। হয় ছবিতে মুখের সামনে ইমোজি দিয়ে অথবা মুখ ঘুরিয়ে ছবি দিয়েছেন একরত্তি বায়ুর। কিন্তু রবিবার সোনমের জীবনে এক বিশেষ দিন। আর এই বিশেষ দিনে ভক্তদের জন্য মেগা সারপ্রাইজের জোগান দিলেন সোনম কাপুর। ছেলে বায়ুর জন্মের পর প্রায় এক বছর পর অবশেষে তার মুখে দেখালেন সোনম। কেমন দেখতে হয়েছে তাঁকে? কী বা বিশেষ দিন আজ? সোনম কাপুরের দেওরের আজ জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েই বায়ুর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সোনম। তিনি লেখেন, “বায়ু তোমার থেকেই ঔৎসুক্য আর দয়া শিখেছে। অনেকটা ভালবাসি।” ছেলে বায়ুর মুখ দেখে নেটিজেনদের এক একজন দিয়েছেন ভিন্ন মতামত। কারও মতে ছোট্ট বায়ুকে নাকি তাঁর দাদু অনীল কাপুরের মতো দেখতে। আবার কেউ বলছে, মুখ হয়েছে পুরো বাবা আনন্দ আহুজার মতো।
২০১৮ সালে শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। বায়ুর জন্ম হয় ২০২২ সালের ২০ অগস্ট। কিছু দিন আগেই এক বছর পার করেছে সে। ছেলের এক বছরের জন্মদিনে একটি পোস্ট করেছিলেন সোনম। তিনি লেখেন,”আমাদের বায়ুর এক বছর বয়স হল গতকাল। বাড়িতে পুজো ও খাওয়াদাওয়ার আয়োজন করেছিলাম আমরা। এই বিশ্বকে ধন্যবাদ এত আশীর্বাদ দেওয়ার জন্য।” অন্যদিকে কাজ থেকে নিজেকে খানিক গুটিয়েই নিয়েছেন সোনম। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘ব্লাইন্ড’ ছবিতে। ছবিটি দেখা যাচ্ছে জিও সিনেমাতে। পরিচালক সোনম মাখিজা। সোনমের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন পূরব কোহালি।
View this post on Instagram
