Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Streaming Guide: নভেম্বর জুড়ে ওটিটিতে ধামাকা, কী কী দেখবেন… রইল তালিকা

ওটিটি আপনার জন্য সাজিয়ে রেখেছে একগুচ্ছ আনকোরা ভারতীয় ছবি। কোথায় কী দেখবেন সে নিয়ে হিমশিম? আপনার জন্য রইল স্ট্রিমিং গাইড।

Streaming Guide: নভেম্বর জুড়ে ওটিটিতে ধামাকা, কী কী দেখবেন... রইল তালিকা
জয় ভীম ছবিতে সূর্য ও ধামাকা ছবিতে কার্তিক।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2021 | 7:05 PM

উৎসবের মরসুম প্রায় শেষ, এবার কাজে ফেরার পালা। ছুটির দিনে যদি বাইরে গিয়ে সিনেমা হলে ছবি দেখতে ইচ্ছে না হয়, কিছ পরোয়া নেহি। ওটিটি আপনার জন্য সাজিয়ে রেখেছে একগুচ্ছ আনকোরা ভারতীয় ছবি। কোথায় কী দেখবেন সে নিয়ে হিমশিম? আপনার জন্য রইল স্ট্রিমিং গাইড।

জয় ভীম মুক্তি পেয়েছে এই মাসের ২ তারিখ। মুক্তি পেতেই কুড়িয়েছে প্রশংসা। সত্য ঘটনা অবলম্বনে এই ছবির পরিচালক টিজে জ্ঞানাভেল। পেয়ে যাবে অ্যামাজন প্রাইমে।

মীনাক্ষি সুন্দরেশ্বর ছবির নাম মীনাক্ষী সুন্দরেশ্বর। মুখ্য ভূমিকায় রয়েছেন সানায়া মালহোত্র ও অভিমন্যু দাশানি। ছবিতে সানায়া সুপারস্টার রজনীকান্তের ফ্যান আর অভিমন্যু লাজুক ইঞ্জিনিয়ার, যে ভাল স্বামী হতে চায়। দেখতে পারেন। করণ জোহরে প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশানের ছবি। দেখা যাবে নেটফ্লিক্সে।

ধামাকা ধামাকা মুক্তি পাচ্ছে এই মাসের ১৯ তারিখ। মুখ্য ভূমিকায় রয়েছেন কার্তিক আরিয়ান। দেখা যাবে নেটফ্লিক্সে। ছবির পরিচালক ‘আরিয়া’ ওয়েব সিরিজের পরিচালক রাম মাধবনী। ছবিতে কার্তিক একজন নিউজ অ্যাঙ্করের চরিত্রে, যে টিআরপি’র জন্য পাগল। এক লাইভ শো’য়ে তিনি এক ফোন পান। এক মন্ত্রীকে ফোন করতে বলা হয় তাঁকে… কে ফোন করে তাঁকে? কী হয় তারপর এই নিয়েই ছবি ধামাকা। কার্তিক জানিয়েছিলেন ছবিটি মাত্র ৯দিনে শুট করেছেন তিনি।

স্কোয়াড এই ছবি দিয়ে বলি ডেবিউ হচ্ছে ড্যানি ডেনজংপার ছেলে রিঞ্জিংয়ের। সঙ্গে কভি খুশি কভি গম ছবিতে করিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করা মালবিকা রাজ। এ ছাড়াও ছবিতে রয়েছেন পূজা বাত্রা, মোহন কাপুর। বাবার লেগাসি রিঞ্জিং ধরে রাখতে পারলেন কিনা তা জানার জন্য জি-ফাইভ খুলে দেখে নিতে পারেন এই ছবি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে।

আরও পড়ুন- সংখ্যালঘুকে উদ্যোগ নিতে হয়েছে এবং বলতে হয়েছে ‘এসো, আমাদের চেনো’… এর উল্টোটাই আমরা আশা করেছিলাম: সাবির আহমেদ