Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suhana Khan: ‘আলিয়ার কাজ কাড়লেন এইভাবে!’, কোন মেকআপ ব্র্যান্ডের মুখ হলেন শাহরুখ-কন্যা?

Suhana Khan:আলিয়া এতদিন যে আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন সেই ব্র্যান্ডের মুখ হলেন সুহানা।

Suhana Khan: 'আলিয়ার কাজ কাড়লেন এইভাবে!', কোন মেকআপ ব্র্যান্ডের মুখ হলেন শাহরুখ-কন্যা?
কোন মেকআপ ব্র্যান্ডের মুখ হলেন শাহরুখ-কন্যা?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 11:47 AM

নায়িকা হতে চেয়েছিলেন, আর তা হওয়ার জন্য এক চুলও জায়গা ছাড়তে রাজি নন, তা যেন আবারও প্রমাণ করে দিলেন সুহানা খান। আলিয়া এতদিন যে আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন সেই ব্র্যান্ডের মুখ হলেন সুহানা। ‘মেবিলিন’– বিউটি প্রোডাক্টের এই ব্র্যান্ড সারা বিশ্বে জনপ্রিয়। এর আগে বহু তারকাকে এই ব্র্যান্ডের মুখ হতে দেখা গিয়েছে। কিন্তু মঙ্গলবার মেবিলিনের তরফে জানানো হয়, এবার থেকে সুহানাকেই দেখা যাবে ‘মেবিলিন ফেস’ হিসেবে। ঘটনায় উচ্ছ্বসিত সুহানা। তিনি বলেন, “ভীষণ ভাল লাগছে। ওদের অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি। ওদের মাসকারা তো ভীষণ ভাল। আমি মারাত্মক খুশি এই ব্র্যান্ডের অংশ হয়ে।” সুহানা যতই খুশি হন না কেন এই খবর প্রকাশ্যে আসতেই ট্রোলের বন্যা বইছে। নেটদুনিয়ার একটা বড় অংশের মতে শাহরুখের মেয়ে বলেই এই ব্র্যান্ডের মুখ হতে পড়েছেন তিনি। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন তাঁর ‘যোগ্যতা’ নিয়েও। একজন লিখেছেন, “আলিয়ার কাজ এইভাবে কেড়ে নিলেন, ও নিজেকে প্রমাণ করেছে, আপনি কী করেছেন? শাহরুখের মেয়ে ছাড়া আপনার পরিচিতি কী?”

জানিয়ে রাখা যাক, বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। জোয়া আখতারের মিউজ়িক্যাল ড্রামা ‘দা আর্চিস’-এ অভিনয় করছেন সুহানা। তাতে অভিষেক হচ্ছে আরও দুই তারকা সন্তানের। একজন বনি কাপুর ও শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্থ নন্দা। বিশ্বে জুড়ে আর্চিজ় কমিক্সের ভক্ত ছড়িয়ে। এ দেশের বাচ্চাদের কাছেও আর্চি অত্যন্তই প্রিয়। হিন্দি ভাষায় তৈরি হচ্ছে ‘দ্য আর্চি’ ছবিটি। নিজের ইনস্টাগ্রাম থেকে জ়োয়া আগেই জানিয়েছিলেন সিনেমা হলে নয়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেই স্ট্রিম করবে ‘দ্য আর্চি’। টাইগার বেবি ও গ্রাফিক ইন্ডিয়ার ব্যানারে তৈরি হবে ছবিটি। ছবির অন্যতম প্রযোজক জ়োয়া নিজেই। ওই সিরিজে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকেও। এই অগস্ত্যার সঙ্গে সুহানা খানের প্রেমের গুঞ্জন এখন সর্বত্র।

View this post on Instagram

A post shared by @varindertchawla

 

সম্প্রতি তাঁদের এক ভিডিয়োও ভাইরাল হয়। সুনীল শেট্টির ছেলে আহান শেট্টির প্রেমিকা তানিয়া শ্রফের জন্মদিনের পার্টি ছিল। সেই পার্টিতেই হাজির হয়েছিলেন সুহানা। হাজির ছিলেন অগস্থ্য নন্দাও। সুহানা আগেই পার্টি থেকে বিদায় নিচ্ছিলেন। আর সেই সময়েরই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। দেখা যায়, সুহানাকে গাড়িতে তুলতে আসেন অগস্ত্য। দুজনেই দুজনকে জড়িয়ে ধরেন আর সুহানা গাড়িতে ওঠার সময়েই তাঁর দিকে চুমু ছুড়ে দেন অগস্ত্য। এর পরেই গুঞ্জন আরও জোরাল হয়ে ওঠে। যদিও সুহানা এখনও এ নিয়ে মুখ খোলেননি। আপাতত তিনি ব্যস্ত তাঁর নতুন প্রজেক্ট নিয়ে।