Swastika Mukherjee: মায়ের চরিত্রে অভিনয় করতে সহজ বোধ করেন স্বস্তিকা…

Criminal Justice: 'ক্রিমিনাল জাস্টিস' ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে এক মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।

Swastika Mukherjee: মায়ের চরিত্রে অভিনয় করতে সহজ বোধ করেন স্বস্তিকা...
স্বস্তিকা মুখোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 12:37 PM

বিক্রান্ত মসি, পঙ্কজ ত্রিপাঠী – এই দুই অভিনেতাকে দুর্দান্ত পারফর্ম করতে দেখা যায় ‘ক্রিমিনাল জাস্টিস’ ওয়েব সিরিজ়ে। এবার সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। বারবারই নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করেছেন তিনি। মায়ের চরিত্রেও অভিনয় করেছেন, সে হিন্দিভাষী কনটেন্ট হোক… কিংবা বাংলা। পর্দায় স্বস্তিকা থাকা মানে মুগ্ধ হয়ে তাঁর অভিনয় দেখেন দর্শক।

‘ক্রিমিনাল জাস্টিক’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে স্টার আকর্ষণ স্বস্তিকা। দুই ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে স্বস্তিকা বলেছেন, “ফের মায়ের চরিত্রে অভিনয় করেছি। বিষয়টা কিন্তু খুব সহজ আমার কাছে। আমার মধ্যে মায়ের সত্তা আগে থেকেই রয়েছে। আমি ব্যক্তিজীবনে নিজেও একজন মা। আমার যেটা দরকার, সেটা হল একটা দারুণ চিত্রনাট্য। এই গল্পে দুটি বাচ্চাই সমস্যার মধ্যে রয়েছে। ভেঙে যাওয়া পরিবার থেকে তারা আসে। ওদের সন্তান ভেবেই অভিনয় করেছি।”

‘ক্রিমিনাল জাস্টিস’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় অংশের নাম ‘অধুরা সচ’। পঙ্কজকে ফের দেখা যাবে আইনজীবী মানব মিশ্রর চরিত্রে। স্বস্তিকা ও পঙ্কজ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শ্বেতা বসু প্রসাদ, পূরব কোহলি, আদিত্য গুপ্ত, দেশনা দুগার এবং গৌরব গেরা। আর কিছুদিনের অপেক্ষা। ২৬ অগস্ট থেকে স্ট্রিম করতে শুরু করবে ‘ক্রিমিনাল জাস্টিস’।

ওয়েব সিরিজ়ে দ্বিতীয়বার কাজ করলেন পঙ্কজ। বলেছেন, “ব্যক্তিজীবনেও আমি অনেকটা মানবের মতোই। আমিও কঠিন পরিস্থিতিতে মাথা এক্কেবারে ঠান্ডা রাখতে জানি। আমিও বারবার বলতে থাকি সময় সব ঠিক করে দেবে। সেই কারণেই দুশ্চিন্তা করি না খুব একটা।”