Swastika Mukherjee: নিজের কোন ইচ্ছেপূরণ করলেন স্বস্তিকা? ছবি শেয়ার করে দিলেন প্রমাণ
Inside Story: খুশির সঙ্গে নিজের ইচ্ছেপূরণের কথাও শেয়ার করে নিলেন স্বস্তিকা। একাধিক সেলফিও তুললেন নোসপিন পরে। সকলেই দেখা মাত্রই বুঝে গিয়েছিলেন তাঁর মুখে নতুন কী।
স্বস্তিকা মুখোপাধ্যায়, টলিউড থেকে বলিউড, বড়পর্দা থেকে ওটিটি, একের পর এক ভাল কাজ করে সকলের নজরের কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর প্রতিটা কাজই দর্শকদের মন ছুয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় তিনি। তাই মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য নানান পোস্ট করে থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। নিজের ইচ্ছেপূরণ করে তিনি তা তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের এক দীর্ঘ ইচ্ছের তালিকা রয়েছে। যার মধ্যে একটি এবার পীরণ হল তাঁর। স্বস্তিকা মুখোপাধ্যায় এবার নাকের ডান দিকে নথ পরলেন। এটি নতুন করা। নাকছাবি পরতে বরাবরই পছন্দ করেন তিনি। তবে এবার আর একদিকে নয়, দুদিকেই নোসপিন পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন।
খুশির সঙ্গে নিজের ইচ্ছেপূরণের কথাও শেয়ার করে নিলেন স্বস্তিকা। একাধিক সেলফিও তুললেন নোসপিন পরে। সকলেই দেখা মাত্রই বুঝে গিয়েছিলেন তাঁর মুখে নতুন কী। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে তাঁর হইচই-এর নয়া সিরিজ নিখোঁজ। যেখানে তাঁর সঙ্গে অভিনয়ে রয়েছেন টোটা রায়চৌধুরী। এই সিরিজ়ের প্রথম পার্ট মুক্তি পেয়েছে, যা অসমাপ্ত। বর্তমানে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ঝুলিকে একগুচ্ছ ছবির প্রস্তাব। শুটিং সেট থেকেও সেলফি মোডে ভিডিয়ো তুলে এদিন শেয়ার করেন তিনি। বর্তমানে মুম্বইতে অধিকাংশ সময়ই কাটছে তাঁর। স্বস্তিকা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সকলের চোখে ফ্যাশানিস্তাও বটে। সাবেকি থেকে ওয়েস্টার্ন, বোল্ড লুকে একাধিকবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিতে দেখা যায় তাঁকে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সেই ছকভাঙা ট্রেন্ডি লুই ভক্তমনে বারবার জায়গা করে নেয়। স্বস্তিকা বরাবরই তাঁর অভিনয় দাপটে রাজত্ব করেছেন সিনেপাড়ায়। দিন দিন তিনি আরও যেন পরিণত ও পোক্ত হয়ে উঠছেন। সম্প্রতি মুক্তি পাওয়া সিরিজ নিখোঁজ বেজায় চর্চিত সিনেদুুনিয়ায়।