AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prosenjit Chatterjee: যৌনতা-হিংসার তকমা এখন অতীত, ‘পাল্টাচ্ছে ওটিটি’, মত প্রসেনজিতের

OTT Content: সিনেমা থেকে উঠে আসা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন ওটিটি মাধ্যমেও ঝড় তুলেছেন। তাঁর কথায় এটাই সঠিক সময় এই মাধ্যমে নিজেকে যাচাই করার।

Prosenjit Chatterjee: যৌনতা-হিংসার তকমা এখন অতীত, 'পাল্টাচ্ছে ওটিটি', মত প্রসেনজিতের
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 10:31 AM
Share

ওটিটি প্ল্যাটফর্ম মানেই সেখানে বড়পর্দার সিনেমায় যা যা তুলে ধরতে সমস্যা, সবটাই উজার করে দেওয়া যায়। এই তথ্য আংশিক সত্য হলেও সেই ওটিটির মূল বৈশিষ্ট্যে পরিণত হয়ে ওঠে কখন, তা কেউ আঁচও পাননি। যৌনতা, হিংসায় ভরপুর গল্পই কি তবে ওটিটির মূল বিষয়। না, এমনটা আর নয়। এবার তাই প্রমাণ করছে একের পর এক মুক্তি পাওয়া বিগ প্রজেক্ট। যার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দুটো সিরিজ অন্যতম। জুবিলি ও স্কুপ, এই দুই প্রমাণ করেছে, ভারী বিষয়বস্তুর চিত্রনাট্যও ওটিটি দর্শকদের টানে। অভিনেতার বিশ্বাস, ওটিটি মাধ্যম এখন অনেকটাই এগিয়ে গিয়েছে তাঁর এই তকমা থেকে। তাঁর মতে এখন ওটিটি প্যান ইন্ডিয়া মাত্রার চিত্রনাট্য তুলে ধরতে সক্ষম। এ এক দারুণ মাধ্যম গল্প বলার। সমস্ত পরিচালকের কাছেই এটা একটা নতুন সুযোগ। অভিনেতার মত, ওটিটি মাধ্যমের জন্য বিশেষ কিছু নিয়ম জারি করা উচিত।

সিনেমা থেকে উঠে আসা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন ওটিটি মাধ্যমেও ঝড় তুলেছেন। তাঁর কথায় এটাই সঠিক সময় এই মাধ্যমে নিজেকে যাচাই করার। কারণ এই মিডিয়াম এখন যৌনতা ও হিংসা পেরিয়ে এগিয়ে গিয়েছে অনেকটা। সেই স্টিরিওটাইপ ধারণা ভেঙে যেভাবে চরিত্রগুলোকে সমানতালে তুলে ধরছেন প্রসেনজিৎ, তা এক কথায় বলতে গেলে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিচ্ছে রাতারাতি। সদ্য এক সাক্ষাৎকারে ওটিটিতে কাজ করা নিয়ে এমনটাই জানিয়েছেন তিনি, ভাল চরিত্র, যা দর্শকদের মনে ছাপ ফেলবে, তেমন কাজ পেলেই তিনি করবেন। সেক্ষেত্রে বাংলাও বাদ পড়বে না।

বাংলা থেকে এখনও পর্যন্ত তিনি তেমন কোনও চরিত্রের অফার পাননি। মোটের অপর টলিউডকেই আঁখড়ে ধরে কেরিয়ার তৈরি করা এই সেলেবের লক্ষ্যে এবার পরিচালনা। প্রজেনজিৎ চট্টোপাধ্যায় বর্তমানে নিজেই এক মস্ত ব্যানার। যাঁর কম বেশি প্রতিটা ছবিই হিট। সদ্য মুক্তি পাওয়া বলিউড ওটিটি সিরিজ জুবিলি অন্যতম সফল সিরিজ। যেখানে মুখ্যভূমিকাতেই ছিলেন তিনি। তবে এবার কি পরিচালনাতে আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? সদ্য ইটাইমসে প্রকাশ পাওয়া এক প্রতিবেদন অনুযায়ী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহু বছর ধরেই পরিচালনার কথা ভেবেছেন। তবে সঠিক কবে তিনি এই অবতারে সামনে আসবেন, তা নিশ্চিত করেননি।