উরফি জাভেদ, এক কথায় বলতে গেলে বিভিন্নভাবে বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে বারে বারে যিনি জায়গা করে নেন। কখনও পোশাক কখনও আবার বিতর্কিত মন্তব্য, একের পর এক প্রশ্নের মুখে পড়ে কখনও ক্লান্ত হন না তিনি। আর সব প্রশ্নেরই সহজ সরল ও সপাট উত্তর রয়েছে তাঁর ঠোঁটের ডগায়। নিজের কেরিয়ার হক বা নিজের ফ্যাশন স্টেটমেন্ট, বোল্ড লুকে বারে বারে উরফি জাভেদ ঠিক যেভাবে ভাইরাল হয়ে ওঠেন, তাতে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং তাঁকে খুব একটা বিচলিত করে না। সেলেব স্টারের এই লুক থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্টই আবারও ভাইরাল নেটদুনিয়ায়।
ঝড়ের গতীতে ছড়িয়ে পড়ল এবার অন্তর্বাস লুকের ছবি। শরীর দেখিয়ে পোজ উরফির কাছে খুব একটা আশ্চর্যের নয়। খোলামেলা সাহসী পোজে উরফি বারে বারে সকলের নজরে যেভাবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন, তাতে একটা বিষয় স্পষ্ট, তিনি যতই সমালোচিত হক না কেন, নয়া লুকে নিজেকে তুলে ধরতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না। তা সে পোশাকের গরণ যেমনই হোক না কেন। উরফির কথায়, তিনি বোল্ড ফ্যাশন যেভাবে লাইম লাইটে আছেন তাতে অনেকেরই বেশ অস্বস্তি হতেই পারে, কিন্তু তাঁর এই নিয়ে কোনও মাথা ব্যাথাই নেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন, যেখানে গোলাপী অন্তর্বাস লুকে সকলের নজরে আবারও হয়ে ওঠেন ভাইরাল। বারে বারে এই লুকে ধরা দিয়ে যেভাবে তিনি ট্রোলের শিকার হয়েছেন, এবারও তার ব্যতিক্রম হল না। যদিও নেটিজেনদের নেই কোনও বিরাম বিশ্রাম। উরফির ফ্যাশন দেখে একজন বলে বসলেন, দয়া করে পুরো কাপড় পরুন। শরীর দেখিয়ে ছবি দেওয়াতেই রুষ্ঠ নেটপাড়া। তবে উরফির পোজ় দেখে লাইকের বন্যাও বইছে সর্বত্র, যার ফলে ছবি ভাইরাল হতে খুব একটা সময় নেটনি নেটপাড়ায়।
আরও পড়ুন- Viral Video: কাক বা বাঁদরের লক্ষ্যে করণ-তেজস্বী! মজার ভিডিয়োতে ভাইরাল টেলি দুনিয়াস্টার