AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ‘আমি পারি, তুমি কি পারো!’ খোলা পিঠের ফ্যাশনে প্রশ্ন ছুঁড়ে দিলেন ভাইরাল উরফি

Urfi Javed: ভাইরাল লুকে বোল্ড উরফি, ঝড়ের গতীতে ভিডিয়ো হয়ে উঠল ভাইরাল, যদিও নেটদুনিয়ার প্রশ্ন থেকেই গেল- 'কোথায় অন্তর্বাস' বা 'পিঠের পোশাক'।

Viral Video: 'আমি পারি, তুমি কি পারো!' খোলা পিঠের ফ্যাশনে প্রশ্ন ছুঁড়ে দিলেন ভাইরাল উরফি
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 6:39 PM
Share

উরফি জাভেদের জন্য সোশ্যাল মিডিয়া ট্রোলিং কোনও নতুন বিষয় নয়। একের পর এক স্টার কোথাও গিয়ে যেন নেট পাড়ায় ভাইরাল হয়ে থাকেন তাঁদের নিত্য নতুন আউটফিট বা ফ্যাশন ঘিরে। সেই তালিকাতে থাকা অন্যতম নাম হল উরফি জাভেদ।টেলিদুনিয়া থেকে শুরু কেরিয়ার। প্রথম থেকেই তিনি তাঁর নিত্য নতুন লুক ঘিরে নেট পাড়ায় হয়ে ওঠেন ভাইরাল। পোশাক নিয়ে কাটা ছেঁড়া করাটাই তাঁর প্যাশন, আর এই প্যাশন-ফ্যাশনে মিলে মিশে একাধিকবার এমন কিছু বিষয় তৈরি হয়, যা সোশ্যাল মিডিয়ার আলোচনা, সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। নেটপাড়ায় এমনই ছবি বর্তমানে ধরা পড়তে আবারও রে রে করে উঠল ভক্তমহল।

View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

খোলা পিঠে পোজ়, উরফির জন্য নতুন কিছু নয়। তবে সমালোচনা বা বিতর্কের উর্দ্ধে গিয়ে এবার তিনি খোলা পিঠের ভিডিয়ো শেয়ার করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, ক্যাপশনে গানের লাইন কোড করে লিখলেন, আমি পারি আপনি কি পারেন! পর পর হট ভিডিয়ো-তে বর্তমানে মজে নেট দুনিয়া। উরফির গ্ল্যামারে বুঁদ ভক্তমহল, সমালোচনার বা ট্রোলের পাশাপাশি এবার করলেন প্রশংসাও।

View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

শরীরে একটু হলেও পোশাক রাখুন, সপাট উপদেশ ভক্তদের। তবে উরফি এই সকল বিষয় নজর দিতে বিন্দুমাত্র নারাজ। তিনি সাফ জানান, যে এই বিষয় তাঁর কোনও মন্তব্যই করার নেই। ব্যঙ্গ করে জানিয়েছিলেন, তাঁকে কেউ কাজ দিচ্ছে না, আর সেই কারণেই তিনি যা ইচ্ছে তাই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর যা ভাললাগে তিনি তাই পরেন। অন্যের কেমন লাগে, সেই বিষয় বিন্দুমাত্র জানার ইচ্ছে তাঁর নেই। এমনই মন্তব্যে বারে বারে উরফি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর এই ইউনিক ফ্যাশনই তাঁর সর্বদা লাইমলাইটে থাকার অস্ত্র। তাই এই বিষয় থেকে তিনি সরে যেতে নারাজ। কোনও রকমের পরিবর্তন আনতেই ইচ্ছুক নন তিনি। তবে তাঁর ফ্যাশন স্টেটমেন্টের জেরেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতীতে বেড়ে ভক্তের সংখ্যা।

আরও পড়ুন- Viral News: ‘চা বানাতে বানাতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, নাচতে নাচতে আমি অভিনেত্রী হতে পারব না!’ বিস্ফোরক রাখী

আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড

আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা