সময় পেলে হিন্দি শিখে বলিউডে কাজ করতে চান ‘টোকিও’!

Money Heist: উরসুলা জানিয়েছেন, কিছু বলিউডের ছবি দেখেছেন তিনি। এই ইন্ডাস্ট্রি যে অনেক বড়, তা তিনি জানেন। কিন্তু কারও নাম মনে করে বলতে পারেননি।

সময় পেলে হিন্দি শিখে বলিউডে কাজ করতে চান ‘টোকিও’!
‘টোকিও’ অর্থাৎ অভিনেত্রী উরসুলা কোরবেরো।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 4:59 PM

‘টোকিও’কে চেনেন তো? ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ ‘মানি হাইস্ট’ যাঁরা দেখেছেন, তাঁদের কাছে ‘টোকিও’ অত্যন্ত পরিচিত মুখ। এই সিরিজের শেষ সিজন আসছে আগামী সেপ্টেম্বরে। আপাতত তার জন্য অপেক্ষার পারদ চড়ছে দর্শকের। এর মধ্যেই টোকিও জানালেন, সুযোগ পেলে তিনি নাকি বলিউডেও কাজ করতে চান!

‘টোকিও’ অর্থাৎ অভিনেত্রী উরসুলা কোরবেরো। অভিনেত্রী হিসেবে সীমাবদ্ধতা তাঁর পছন্দ নয়। বরং প্রতিটি দিন নিজেকে নতুন চ্যালেঞ্জ দিতে ভালবাসেন। সে কারণেই হিন্দি না জানলেও হিন্দি শিখে বলিউডে কাজ করতে চান তিনি। সদ্য সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার হাতে যদি সময় থাকে আমি হিন্দি শিখে বলিউডে কাজ করতে চাই। তবে শেখার জন্য একজন পেশাদারের প্রয়োজন। আমি নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমি যখন আমেরিকায় প্রথম ছবি করেছিলাম, ভাল করে ইংরেজি বলতে পারতাম না। কিন্তু চ্যালেঞ্জ নিতে সব সময় ভাল লাগে আমার।”

উরসুলা জানিয়েছেন, কিছু বলিউডের ছবি দেখেছেন তিনি। এই ইন্ডাস্ট্রি যে অনেক বড়, তা তিনি জানেন। কিন্তু কারও নাম মনে করে বলতে পারেননি। তাঁর কথায়, “স্লামডগ মিলওনেয়ার-এর কথা আমার মনে আছে। ছবিটা আমার সত্যিই ভাল লেগেছিল।”

‘মানি হাইস্ট’ পার্ট ফাইভ, ভলিউম ওয়ান আগামী ৩ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং শুরু হবে। তার আগে দর্শকের জন্য থাকবে বিহাইন্ড দ্য সিনের ঝলক। ‘মানি হাইস্ট’ সিজন-৫ সম্পর্কে কথা বলতে গিয়ে স্রষ্টা অ্যালেক্স পিনা এক বিবৃতিতে বলেছিলেন, “আমরা যখন মহামারীর মাঝে সিজন ৫ লিখতে শুরু করি তখন আমরা অনুভব করেছি যে দশ পর্বের সিজন থেকে প্রত্যাশিতভাবে আমাদের পরিবর্তন করতে হয়েছিল এবং তার জন্য আমরা সব কিছু করেছি। প্রথম পর্বে আমরা আমরা এটাকে আরও সেনসেশন আরও আক্রমণাত্মক করে তুলেছি। দ্বিতীয় পর্বে আমরা চরিত্রগুলোর সংবেদনশীল পরিস্থিতির উপর আরও বেশি ফোকাস করি। এটি তাঁদের সংবেদনশীল মানচিত্রের এক যাত্রা যা আমাদের সরাসরি তাঁদের প্রস্থানের সঙ্গে কানেক্ট করে।”

আদতে এটি স্প্যানিশ ক্রাইম ড্রামা। সাম্প্রতিক অতীতে নেটফ্লিক্সে ইংরেজি ব্যতীত অন্য ভাষায় সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজের রেকর্ড রয়েছে ‘মানি হাইস্ট’-এর ঝুলিতেই। এর চতুর্থ সিজন সব রেকর্ড ভেঙে দিয়েছিল। ৬৫ মিলিয়ন ভিউ হয়েছিল সেই সিজনের। এক বিবৃতিতে নির্মাতা তথা এক্সজিকিউটিভ প্রোডিউসার অ্যালেক্স পিনা বলেন, “আমরা প্রায় এক বছর সময় নিয়ে ভেবেছিলাম, এই টিম কীভাবে ভাঙব। কীভাবে প্রফেসরকে প্রায় দড়ির উপর বসিয়ে রাখব। কীভাবে বিভিন্ন চরিত্রের পরিবর্তন না করে পরিস্থিতি তৈরি করা যায়। তারই ফলাফল পঞ্চম সিজনে দেখতে পাবেন আপনারা। যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিন্তু এটাও বলতে পারি, এই সিজনেই উত্তেজনা সবথেকে বেশি। এই সিজনই সবথেকে মনে রাখার মতো।”

আরও পড়ুন, সুশান্তের জন্য মন খারাপ, রাখির দিন ভাইয়ের পুরনো ছবি পোস্ট করলেন দিদি শ্বেতা