Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saswata Chatterjee: ধারাবাহিকে ফিরছেন শাশ্বত? প্রোমো মুক্তি পেতেই ভক্তমনে উত্তেজনা…

Bangla Serial: শাশ্বত চট্টোপাধ্যায়, আবার প্রলয় সিরিজে যাঁর পরিচয়, পুলিশ অফিসার। যাঁর দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জল পান করে। প্রলয় ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

Saswata Chatterjee: ধারাবাহিকে ফিরছেন শাশ্বত? প্রোমো মুক্তি পেতেই ভক্তমনে উত্তেজনা...
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 1:05 PM

ছোটপর্দায় একটা সময় দাপিয়ে বেড়িয়েছেন টলিউড স্টার শাশ্বত চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি বলিউড থেকে শুরু করে টলিউড, বড় পর্দা ও ওটিটি-র কাজ নিয়েই ব্যস্ত। ছোটপর্দা থেকে সরে গিয়েছেন তিনি অনেকদিন হল। তবুও দর্শকমনে আজও তরতাজা রাতভোর বৃষ্টি ধারাবাহিকের স্মৃতি। তাই সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকে প্রোমো ছড়িয়ে পড়তেই সকলেই চমকে উঠলেন…। এ কী শাশ্বত চট্টোপাধ্যায় ধারাবাহিকে ফিরছেন? না, এক কথায় বলতে গেলে উত্তর না। কারণ তিনি এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী সিরিজ আবার প্রলয় নিয়ে। ১১ অগাস্ট জি ফাইভ-এ মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তারই প্রচারে ব্যস্ত রয়েছেন এখন অভিনেতা। তবে কোথায় এবং কেন দেখা গেল তাঁকে?

শাশ্বত চট্টোপাধ্যায়, আবার প্রলয় সিরিজে যাঁর পরিচয়, পুলিশ অফিসার। যাঁর দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জল পান করে। প্রলয় ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার তবে বড়পর্দা নয়, ওটিটি-তে আসছে এই সিরিজ। খবর প্রকাশ্যে আসা মাত্রই ভক্তমনে তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে পর্দার সেই অনিমেষ এবার হাজির হচ্ছেন কোথায় জানেন? জিবাংলার ধারাবাহিক জগদ্ধাত্রীতে।

এই ধারাবাহিকে জগদ্ধাত্রী একজন আন্ডারকভার এজেন্ট। তাকেই এবার এক তদন্তে সাহায্য করতে আসছেন অনিমেষ। যে পর্ব সম্প্রচারিত হতে শুক্রবার ১১ অগাস্ট। রাজ চক্রবর্তী পরিচালিত এই সিরিজও মুক্তি পাচ্ছে এই একই দিনে। ফলে ধারাবাহিকের প্রোমো মুক্তি পেতেই তা নিয়ে দর্শক মনে উত্তেজনা বেজায় তুঙ্গে। ফিরল অতীতের স্মৃতিও। যদিও মাত্র একটি সন্ধ্যার জন্যই েই ধারাবাহিকে শাশ্বত চট্টোপাধ্যায়কে পাওয়া যাবে অনিমেষের ভূমিকায়।