Zeenat Aman Controversy: এই ভয়েই তুলবেন না ছবি, ভক্তের অনুরোধ ফিরিয়ে কী সাফাই দিলেন জিনাত?

Viral Post: নিজেই আক্ষেপ প্রকাশ করে জানান অভিনেত্রী। জিনাত আমানের ক্ষেত্রে সত্যি এমন ছবি অতীতে দেখা যায়নি।

Zeenat Aman Controversy: এই ভয়েই তুলবেন না ছবি, ভক্তের অনুরোধ ফিরিয়ে কী সাফাই দিলেন জিনাত?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2023 | 1:15 PM

জিনাত আমান, বলিউড যাঁর সৌন্দর্যের কদর বরাবরই। বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই পাল্টে গিয়েছে শরীরের গরণ, পাল্টে গিয়েছে লুক থেকে শুরু করে রূপ। মুখে বলিরেখা, শরীরের পরতে পরতে বার্ধক্য়ের ছাপ। যদিও গ্ল্যামারে সামান্য খামতি আসতে দেননি তিনি। কিন্তু পুরোনো সৌন্দর্য যাতে ফিকে না হয়ে যায়, সেই কারণেই কি এবার ছবি তুলতে চাইলেন না তিনি। ফিরছিলেন বিমান পথে। হঠাৎ একদল ভক্ত এগিয়ে আসে তাঁর কাছে। তুলতে চায় ছবি, কিন্তু আবদার রাখতে পারলেন না অভিনেত্রী। এড়িয়ে গেলেন, স্পষ্ট জানালেন না, তিনি ছবি তুলবেন না। তা নিয়ে চর্চা হতেই স্পষ্ট করলেন অভিনেত্রী, তিনি কেন ছবি তুলতে পারবেন না।

জিনাত জানান, সন্ধ্যায় আলিবাগ থেকে আমায় চিনতে পেড়েছে দেখে অবাক হলাম। আমি ভেবেছিলাম আমার বয়স, আমার সানগ্লাস এবং আমার মুখে বার্ধক্যের ছাপ আমায় আড়াল করে রাখবে। তবুও একদল যুবক আমার কাছে এসেছিল এবং একটি ছবির অনুরোধ করেছিল, যা আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি। আমার শেষ পোস্টেই উল্লেখ আছে, আমি  ফ্লু (জ্বর) থেকে  সদ্য সেরে উঠছিলাম এবং খুবই ক্লান্ত ছিলাম সারাদিন পরিশ্রমের পর। যার জন্য আমার ইচ্ছেও করছিল না, শরীরে ক্লান্তি অনুভব করছিলাম। আমি এ ভক্তদের হতাশ করার জন্য দুঃখিত, কিন্তু কিছু সীমানা আছে যা আমি মেনে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমি খুশি যে তারা আমার প্রতিক্রিয়াকে সম্মান করেছে, কারণ এটি সবসময় আমি করে থাকি না।

নিজেই আক্ষেপ প্রকাশ করে জানান অভিনেত্রী। জিনাত আমানের ক্ষেত্রে সত্যি এমন ছবি অতীতে দেখা যায়নি। তিনি বারে বারে ভক্তদের অনুরোধ রেখেছেন, হাসি মুখে সকলের সঙ্গে ছবি তোলা, গল্প করতে দেখা যায় তাঁকে। এবার ব্যতিক্রম ঘটাতেই ওঠে প্রশ্ন। যার স্পষ্ট উত্তরও এবার দিলেন অভিনেত্রী।