পলককে অনন্যা বলে ডাক, তারপর যা করলেন নায়িকা
মুম্বইয়ের বিমানবন্দরে তিনি যখন পাপারাজিদের জন্য পোজ দিচ্ছিলেন, তখন একজন ফটোগ্রাফার তাঁকে অনন্যা পান্ডে বলে ডেকে বসেন, যাতে পালক বেজায় বিরক্ত হন।

বলিউডে পাপারাৎজি কালচার বহুদিনের। আর তাঁদের নিয়ে গল্পও কম তৈরি হয় না। কখনও তাঁদের তোলা ছবি থেকে বাইট ভাইরাল, কখনও আবার তাঁরাই ভাইরাল। মাঝে মধ্যেই বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে বচসায় জড়িয়ে যেতে দেখা যায় তাঁদের। এবার সেই তালিকায় যুক্ত হল পালক তিওয়ারির নাম। সম্প্রতি অভিনেত্রী পালক তিওয়ারি পাপারাজিদের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায়। মুম্বইয়ের বিমানবন্দরে তিনি যখন পাপারাজিদের জন্য পোজ দিচ্ছিলেন, তখন একজন ফটোগ্রাফার তাঁকে অনন্যা পান্ডে বলে ডেকে বসেন, যাতে পালক বেজায় বিরক্ত হন।
পালক তিওয়ারি বিমানবন্দরে প্রবেশ করার সময় বেশ খোশ মেজাজেই ছিলেন। ফটোগ্রাফারদের দিকে হাত নাড়ে। কিন্তু এক ফটোগ্রাফারের প্রশ্ন, “পালক তিওয়ারি বলব, না অনন্যা পান্ডে বলব?” যে প্রশ্ন পালককে চমকে দেয়। প্রথমে তিনি এই মন্তব্য উপেক্ষা করলেও, ফটোগ্রাফাররা পুনরায় একই প্রশ্ন করলে পালক আর চুপ থাকতে পারেননি। বিরক্তি নিয়ে তিনি বলেন, “বারবার এমন কেন বলেন?” এরপর তিনি সেখানে থেকে রেগে গিয়ে চলে যান।
তবে, পরিস্থিতি যাই হোক না কেন সেভাবে মেজাজ হারাননি পলক। সেই বিষয় সচেতন ছিলেন নায়িকা। এদিন বিমানবন্দরের বিশেষ লুকে নজর কাড়েন পলক। যে পোশাকটি তিনি পরেছিলেন, তার সামনে ছিল ‘ভূতনী’ ছবির পোস্টার। পলক বলিউডে গত কয়েকবছর ধরেই স্ট্রাগেল করছেন। স্বপ্ন নায়িকা হওয়ার। বেশ কয়েকটি কাজ করলেও, এখনও উল্লেখযোগ্য চরিত্র দর্শক তাঁকে পায়নি।





