ভয় দেখাতে ভালবাসেন পরমব্রত চট্টোপাধ্যায়, কী বললেন তিনি ?
ভূতে বিশ্বাস করতে পছন্দ করেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর মতে নিজে বিশ্বাস না করলে কল্পনাও হবে না, তাই তিনি ভূতে ভয় পান। ভূত ছাড়া আর কোন বিষয়ে ভয় পান তিনি?

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নিজের অভিনয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বহু বছর আগেই। তবে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর গল্প বলার ধরনে দর্শকদের ভালোবাসা পাচ্ছেন। সিনেমা থেকে সিরিজ সবেতেই নিজস্ব শৈলী তৈরি করছেন। সিরিজের ক্ষেত্রে এমন কিছু অতি ভৌতিক বিষয় পর্দায় নিয়ে আসছেন, তাতে বাংলা সিরিজের ক্ষেত্রে ভয় নিয়ে নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে। অভীক সরকারের লেখা ‘ভোগ ‘ এখন ‘হইচই’তে দেখা যাচ্ছে। সেই সিরিজ নিয়ে দর্শকদের মনে প্রবল উৎসাহ রয়েছে। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় কি দর্শকদের ভয় দেখাতে ভালোবাসেন? এর উত্তর খুঁজতেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হল TV9বাংলার।
পরিচালক পরমব্রত বললেন, “ভয় একটা খুব আদিম প্রবৃত্তি বা আবেগ বলা যায়। মানুষ ভয় পেতে ভালবাসেন। ভয় নানা ধরনের হয়, বিপদের ভয় হয়, আত্মীয়স্বজন বা ভালোবাসার মানুষ যেন বিপদে না পড়ে তার ভয় থাকে। জন্তু জানোয়ারের ভয় হয়, ক্ষমতাশালীর ভয় থাকে, আবার এমন অনেক ভয় আছে যেটা আমাকে সরাসরি এফেক্ট করছে না কিন্তু আর একজন মানুষ ভয় পাচ্ছেন। তাঁদের দেখে ভয়ের কোন কোন বিষয়গুলো আমাকে ভয় দেখাতে পারে, এই বিষয়ে সচেতন হচ্ছি, সেই ধরনের ভয়টা দেখতে মানুষ ভালোবাসে। আর সেই ভয়টা দেখাতে আমি ভালোবসি। একটু বিস্তারিত ভাবে বললে, ভয় হল, ‘প্রাইমাল ইন্সটিক্ট’ মানে আদিম প্রবৃত্তিগুলির মধ্যে একটি। আমরা যখন কোনও ভূতের ছবি দেখি, সেখানে কোন সিন চলছে, কোথাও কোনও শব্দ শুনে, সেই শব্দের উৎসস্থল খুঁজতে কোনও চরিত্র এগিয়ে যাচ্ছে, তা দেখে দর্শক ভাবেন কেন যাচ্ছে? ওখানে যাওয়ার দরকার নেই! আদপে কিন্ত দর্শক মনে মনে চায় যে ওই দিকে চরিত্রটি যাক! আসলে ভয় আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে। অতিলৌকিক ভয়, যেটা নিয়ে আমাদের ইনসিকিওরিটি কম থাকে, কারণ আমরা জানি হয়তো এই ভয়টা অন্য ভয়ের মতো আমাদের আসল জীবনকে প্রভাবিত করবে না। আসলে ভালোবাসা, স্নেহ, খিদে, যৌনতা বা ঘুমের চাহিদার মতই ভয়েরও একটা চাহিদা রয়েছে মানুষের মনে। আর সেই ভয়টা যদি হয় এমন একটা জগৎ নিয়ে যেটা আমাদের সম্পূর্ণ অজানা, যেটা মৃত্যু বা মৃত্যুর পরবর্তী সময় নিয়ে, যেটাকে আমরা ছুঁতে পারি না, পার্থিব জগতের বাইরে, সেই বিষয় নিয়ে যে ভয়টা, সেটা দর্শক রসিয়ে রসিয়ে উপভোগ করেন, আর সেই ভয়টা দেখাতে আমার ভালোলাগে।”
ভূতে বিশ্বাস করতে পছন্দ করেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর মতে নিজে বিশ্বাস না করলে কল্পনাও হবেনা, তাই তিনি ভূতে ভয়ও পান। ভূত ছাড়া আর কোন বিষয়ে ভয় পান পরমব্রত চট্টোপাধ্যায়? এর উত্তরে পরিচালক বললেন, “ভূত ছাড়া আমি যদি কিছুতে ভয় পাই তা হল মাকড়শা। তবে আরও এক ধরনের বিষয় আছে, যেটাতে ঠিক ভয় বলব না, তবে ভালো হয় যদি এড়িয়ে যাওয়া যায়, তা হল মানুষের ক্ষমতার আস্ফালন। এটাকে ভয় পাই, সঙ্গে এটাও ভয় পাই যে. আমি যেন কখনও এইরকম ক্ষমতার আস্ফালন না দেখাই। সে ব্যাপারে সচেতন থাকি। অন্য কেউ ভয় দেখালে প্রাথমিক ভয় পাই, তারপর সেই ভয়কে জয় করে তার বিরুদ্ধে ন্যায়সঙ্গতভাবে , ভদ্রভাবে, সাংবিধানিক ভাবে লড়াই করার চেষ্টা করি।”
