AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তুর্কিতে পরিণীতি চোপড়াকে নিয়ে চুপি চুপি শুটিং শুরু করলেন ঋভু দাশগুপ্ত

ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন অতিমারির কারণেই চুপি চুপি শুটিং শুরু করা হয়েছে। সমস্ত কোভিড-বিধি মেনেই শুটিং হচ্ছে।

তুর্কিতে পরিণীতি চোপড়াকে নিয়ে চুপি চুপি শুটিং শুরু করলেন ঋভু দাশগুপ্ত
পরিণীতি চোপড়া
| Updated on: Apr 20, 2021 | 1:06 PM
Share

ফের জুটি বাঁধলেন পরিচালক ঋভু দাশগুপ্ত এবং পরিণীতি চোপড়া। আগের ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এও এই জুটি একসঙ্গে কাজ করেছিলেন। ছবিটি সিনেমা হলে নয়,নেটফ্লিক্সে রিলিজ করেছিল। তাঁরা আবার একসঙ্গে কাজ করছেন। এবার একটি ক্রাইম থ্রিলার বানাচ্ছেন ঋভু। নতুন ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিণীতি। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। তবে জোরকদমে শুটিং শুরু হয়ে গিয়েছে।

ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন অতিমারির কারণেই চুপি চুপি শুটিং শুরু করা হয়েছে। সমস্ত কোভিড-বিধি মেনেই শুটিং হচ্ছে। শুটিং ভারতে নয়, সুদূর তুর্কিতে নতুন ছবির সেট বানিয়েছেন ঋভু। ছবিটি প্রযোজনা করছে রিল্যায়েন্স এন্টারটেইনমেন্ট। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন শুটিং খানিকটা হয়ে যাবার পর তাঁরা এই ছবির কথা অফিশিয়ালি সবাইকে জানাবেন।

পরিণীতির বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন হার্দি সান্ধু। বলিউডে নতুন কাজ করতে শুরু করেছেন তিনি। কপিল দেবের বায়োপিক নিয়ে তৈরি ছবি ‘83’-তে তাঁকে দেখা যাবে। তিনি মদন লালের ভূমিকায় অভিনয় করছেন। কপিল দেবের ভূমিকায় রণবীর সিং। কোভিড পরিস্থিতির জন্যই ছবির রিলিজ ক্রমশ পিছোচ্ছে। হার্দি শুধু অভিনেতা নন, তিনি একজন সুগায়কও। এই ছবিতে তিনি একজন সিক্রেট এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। ইন্দো-পাকিস্তানের পটভূমিকায় তৈরি হচ্ছে এই ছবি।

আরও পড়ুন:বিমানবন্দরে বিরাট-অনুষ্কা, ভামিকা কি ফ্রেমবন্দি হল?

পরিণীতি চোপড়ার বৃহস্পতি এখন তুঙ্গে। এই অতিমারি সময়ে যেখানে সবার ছবির রিলিজ পিছিয়ে যাচ্ছে সেখানে পরিণীতির পর পর ছবির রিলিজ । সম্প্রতি মুক্তি পেয়েছে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ এবং ব্যাডমিন্টন লেজেন্ড সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে ছবি ‘সাইনা’। ঋভুর এই ছবির শুটিং শেষ করেই তিনি শুরু করবেন ‘অ্যানিমাল’-এর কাজ। এই প্রথম তিনি রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধবেন এই ছবিতে।