AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীপাবলিতে রাঘব-পরিণীতির কোল আলো করে এল পুত্র সন্তান

চলতি বছর অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা সামনে আনেন পরিণীতি।ইনস্টাগ্রামে একটি সাদা-সোনালি কেকের ছবি পোস্ট করে লিখেছিলেন, “আমাদের ছোট্ট জগত… আসছে, আশীর্বাদ করবেন।” কেকের উপরে লেখা ছিল “1 + 1 = 3”, যা তাঁদের আসন্ন সন্তানের ইঙ্গিত স্পষ্ট করেছিল।

দীপাবলিতে রাঘব-পরিণীতির কোল আলো করে এল পুত্র সন্তান
| Edited By: | Updated on: Oct 19, 2025 | 7:18 PM
Share

দীপাবলিতে খুশির খবর। পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার কোল আলো করে এল সন্তান। এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই সেলেব দম্পতি। তাঁদের প্রথম সন্তান আসার খবরে খুশির মেজাজ নেটপাড়ায়। রবিবার বেলা গড়াতেই খবর মেলে পরিণীতি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং খুব শীঘ্রই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। আর সেই খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই পুত্র সন্তানের মা হলেন নায়িকা।

সূত্রের খবর, এই পুরো সময় জুড়ে পরিণীতির পাশে রয়েছেন স্বামী রাঘব চাড্ডা এবং তাঁদের দুই পরিবারের সদস্যরা। উৎসবের মরসুমে এই সুখবর যেন দ্বিগুণ আনন্দ নিয়ে এল চাড্ডা পরিবারে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানালেন রাঘব। লিখলেন, “অবশেষে সে এসেছে, আমাদের বেবি বয় (পুত্র সন্তান)। এর আগে আমরা একে অপরের জন্যে ছিলাম, এখন আমাদের সব আছে।”

গর্ভাবস্থার সময় পরিণীতি মূলত দিল্লিতেই ছিলেন, সেখানে রাঘব ও তাঁর পরিবারের সকলেই থাকে। সোশ্যাল মিডিয়ায় মিঝে মধ্যেই নানা পোস্ট দিতেন পরিণীতি। স্বাস্থের দিকেও রাখতেন খেয়াল। বর্তমানে মা-সন্তান দু’জনেই সুস্থ ও ভাল আছেন।

প্রসঙ্গত, চলতি বছর অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা সামনে আনেন পরিণীতি।ইনস্টাগ্রামে একটি সাদা-সোনালি কেকের ছবি পোস্ট করে লিখেছিলেন, “আমাদের ছোট্ট জগত… আসছে, আশীর্বাদ করবেন।” কেকের উপরে লেখা ছিল “1 + 1 = 3”, যা তাঁদের আসন্ন সন্তানের ইঙ্গিত স্পষ্ট করেছিল।

রাঘব পরিণীতি জুটি বরাবরই সকলের নজর কেড়েছে। তাঁদের সম্পর্কের সমীকরণ বেশ মিষ্টি। একে অপরকে আগলে তাঁদের সংসার। আর সেই সংসারই এবার পরিপূর্ণ। দীপাবলির আগেই তাঁর পরিবার খুশির আলোয় আলোকিত। শুভেচ্ছাবার্তায় ভরছে নেটপাড়া।