হারি-জিতি পরের কথা, মানুষের জন্য কাজ করতে চাই: পার্নো মিত্র
আসন্ন বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী তাপস রায়। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত অভিজ্ঞ তাপস কি বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন পার্নোকে?
বরাহনগর থেকে বিজেপির হয়ে টিকিট পেয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। এই প্রথম বার ভোটে লড়বেন তিনি। কেমন লাগছে? তিনি কি নার্ভাস? স্ট্র্যাটিজিই বা কেমন হতে চলেছে তাঁর? TV9 বাংলার কাছে মুখ খুললেন পার্নো।
বৃহস্পতিবার যখন নাম ঘোষণা করা হয় তখন টিভির সামনে ছিলেন না অভিনেত্রী। পার্নোর কথায়, “আমি ডাক্তারের চেম্বারে ছিলাম। হঠাৎ করেই দেখি ফোন ঢুকছে অনেক। তারপর বেরিয়ে শুনলাম আমাকে নির্বাচিত করা হয়েছে।”
আসন্ন বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী তাপস রায়। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত অভিজ্ঞ তাপস কি বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন পার্নোকে? অভিনেত্রীর উত্তর, “এটা যেহেতু আমার প্রথম নির্বাচন। তাই যেখান থেকেই দাঁড়াব সেটাই আমার জন্য কঠিন জায়গা। সেটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। হারব-জিতব পরের কথা, মানুষের জন্য কাজ করতে চাই।” কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার তাই মানুষের কাছে পৌঁছন। পাশে থাকা তুলনামূলক ভাবে সহজ বলে মনে করছেন তিনি।
যদিও বরাহনগরে শেষ হাসি হাসবে কে? তা জানা যাবে আগামী ২ মে, নির্বাচনের ফলপ্রকাশের দিন।