৫০-এ এসে ব্রা দেখানোর ‘সাহস’ পরমার! বললেন, ‘আমাদের সময় কাকিমারা…’
Paroma Banerji: সময় এগিয়েছে। ব্রা প্রদর্শন এখন আর লজ্জা নয়। যে হাত কাটা পোশাক সারাজীবন এড়িয়ে চলেছেন তিনি, সেই পোশাকই পরে ছবি দিয়ে পরমা আরও যোগ করেন, আগেকার দিনে অন্তর্বাসের রঙ সীমাবদ্ধ ছিল সাদা, কালো অথবা ঘিয়ে রঙের অন্তর্বাসে।
অন্তর্বাস নিয়ে ছ্যুৎমার্গ সমাজে আজও বর্তমান। জীবনের কৈশোর-যৌবনে কখনও অন্তর্বাস প্রদর্শনের সাহস পাননি ‘রোজগেরে গিন্নি’ পরমা বন্দ্যোপাধ্যায়। তবে ৫০ অতিক্রান্ত করে অবশেষে সেই সাহস পেলেন তিনি। শুধু সাহস নয়, এ যেন এক প্রচ্ছন্ন প্রতিবাদ। অন্তর্বাস দেখা যাচ্ছে, এমন এক পোশাক পরে নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, “আমাদের বেড়ে ওঠার দিনগুলিতে, শাড়ির ব্লাউজ বা স্লিভলেস টপের অংশ থেকে ‘ব্রা’-এর স্ট্র্যাপ উঁকি দিলেই শুরু হত নিন্দে মন্দ। বাড়ির বয়স্ক কাকিমা, মাসি বা হয়তো কোনও দিদি আপনার কাছে ছুটে আসবে এবং খানিক গোপনীয়তা বজায় রাখার ভঙ্গিমাতে আলতো করেই সেই অন্তর্বাস ঢুকিয়ে দেবেন।’’
তবে সময় এগিয়েছে। ব্রা প্রদর্শন এখন আর লজ্জা নয়। যে হাত কাটা পোশাক সারাজীবন এড়িয়ে চলেছেন তিনি, সেই পোশাকই পরে ছবি দিয়ে পরমা আরও যোগ করেন, আগেকার দিনে অন্তর্বাসের রঙ সীমাবদ্ধ ছিল সাদা, কালো অথবা ঘিয়ে রঙের অন্তর্বাসে। তবে নতুন প্রজন্ম যেভাবে অন্তর্বাসকে আর একটি পোশাকের তকমা দিয়েছেন, তাতে তিনি খুশী। আর সেই খুশী থেকেই জন্ম নিয়েছে তাঁর আত্মবিশ্বাস। এই গরমে তাই এমন পোশাক পরতে আর কোনও স্ববিরোধ নেই তাঁর। ট্রোলিংকে পাত্তা না দিয়ে, স্বামী ও দুই ছেলের সহায়তায় আজ তিনি অনেক বেশি সাহসী।