AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড় আয়োজন! কেন পাটনায় ‘পুষ্পা ২’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান পরিকল্পনা করেছেন আল্লু অর্জুন?

Pushpa 2: আর একমাসও নেই। বড় পর্দায় তাঁকে দেখার দিন গুনছেন অনুরাগীরা। কথা হচ্ছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের। ৫ ডিসেম্বর মুক্তি পাবে 'পুষ্পা ২'। ফলে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। ছবির প্রচার তুঙ্গে। অনুরাগীদের চমকে দিতে প্রস্তুত আল্লু এবং তাঁর গোটা টিম। তাই আরও এক দারুণ পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা।

বড় আয়োজন! কেন পাটনায় 'পুষ্পা ২'-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান পরিকল্পনা করেছেন আল্লু অর্জুন?
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 12:57 PM
Share

আর একমাসও নেই। বড় পর্দায় তাঁকে দেখার দিন গুনছেন অনুরাগীরা। কথা হচ্ছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের। ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা ২’। ফলে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। ছবির প্রচার তুঙ্গে। অনুরাগীদের চমকে দিতে প্রস্তুত আল্লু এবং তাঁর গোটা টিম। তাই আরও এক দারুণ পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা। ১৭ নভেম্বর পাটনার গান্ধী ময়দানে জাঁকজমক ভাবে ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা।

২ মিনিট ৪৪ সেকেন্ডের এই ট্রেলারে থাকবে পরতে পরতে রোমাঞ্চ, টানটান উত্তেজনা। কিন্তু ট্রেলার লঞ্চের জন্য কেন পাটনা বেছে নিলেন আল্লু? বিহারে এত বড় একটা অনুষ্ঠান করার সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তেই নিয়েছেন তাঁরা। ‘পুষ্পা’র সাফল্যই তাঁকে প্যান ইন্ডিয়া স্টার করে তোলে। যে জনপ্রিয়তা তাঁর ঝুলিতে এনে দেয় জাতীয় পুরস্কার। বিহারেও আল্লুকে নিয়ে কম উন্মাদনা হয়নি। নায়কের দেশি গ্যাংস্টার অবতার মুগ্ধ করেছিল তাঁর ভক্তদের। নায়কের এই চরিত্র বিশেষ করে প্রভাব ফেলেছিল বিহারের সেই ‘গল্লি বয়’দের যাঁরা ছেঁড়া জুতো পরেও রাজার মতো বাঁচতে ভালবাসেন।

দক্ষিণ ভারতে এমনিতেই নায়ককে নিয়ে কম উন্মাদনা নেই। কিন্তু শুধু দক্ষিণ নয় এই ছবির মাধ্যমে ভারতের প্রতিটি কোণায় যাতে তাঁর জাদু প্রভাব ফেলে। তাই পাটনায় ট্রেলার লঞ্চ অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে পুষ্পা টিম। উল্লেখ্য, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর থেকেই অনুরাগীদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এই চরিত্রের স্টাইল থেকে শুরু করে সিগনেচার স্টেপ, সবটাই আট থেকে আশি রপ্ত করে বসে রয়েছে।

আর সেই থেকেই চলছে অপেক্ষা, কবে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ ? অতীতে একের পর এক তারিখ সামনে এলেও ছবি মুক্তি নিয়ে কিছুতেই যেন কাটছিল না ধোঁয়াশা। অবশেষে কয়েকদিন আগেই সুখবর শুনিয়েছেন আল্লু অর্জুন। ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই বহু প্রতীক্ষিত ছবি। হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ। বহুদিন থেকেই এই ছবির প্রথম দিনে-প্রথম শো দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আর তাতেই নাকি বাজিমাত করতে চলেছেন পর্দার ‘পুষ্পা’। সিনেবিশেষজ্ঞদের অনুমান, এই ছবি প্রথমদিনেই ২৭০ কোটি টাকা আয় করতে চলেছে।