‘তুমি আছও একা…’, সম্পর্ক নিয়ে আরও একবার চাঁচাছোলা পিঙ্কি
Pinky Banerjee: সন্তানকে নিয়ে ব্যস্ত পিঙ্কি। তিলোত্তমার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় বারবার সরব হয়েছেন তিনি। কাঞ্চন মল্লিকের করা বিতর্কিত মন্তব্যকে ঘিরে যখন জলঘোলা, তখনও চুপ থাকেননি তিনি।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, বেশ কিছুদিন ধরেই তিনি খবরের শিরোনামে। কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর সম্পর্কের বিচ্ছেদকে কেন্দ্র করেই বারবার চর্চায় উঠে এসেছেন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম জল্পনা হয়নি। যদিও সেই পর্ব এখন অতীত। কাঞ্চন মল্লিক এখন শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে সংসার পেতেছেন। অন্যদিকে সন্তানকে নিয়ে ব্যস্ত পিঙ্কি। তিলোত্তমার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় বারবার সরব হয়েছেন তিনি। কাঞ্চন মল্লিকের করা বিতর্কিত মন্তব্যকে ঘিরে যখন জলঘোলা, তখনও চুপ থাকেননি তিনি।
এবার সম্পর্ক, জীবন ও জীবন সঙ্গী নিয়ে মুখ খুললেন তিনি। নাহ্, কাঞ্চন মল্লিককে নিয়ে সরাসরি কোনও মন্তব্য নয়, তাঁর নজরে আদর্শ জীবন কী, তাঁর নজরে সম্পর্ক টিকিয়ে রাখার রহস্য কী সেই বিষয় নিজের মতামত জানিয়ে আরও একবার নজর কাড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল তাঁর সেই ভিডিয়ো।
View this post on Instagram
চুপ কর-এ দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, আদর্শ জীবন সঙ্গীর মধ্যে কী কী গুন থাকা দরকার? তার উত্তরেই পিঙ্কি বললেন, ‘প্রথমকথা একটা ভুল ভাঙিয়ে দিতে চাই। আদর্শ জীবনসঙ্গী বলে কিছ হয় না। আদর্শ বলেই কিছু হয় না। এখন সিঙ্গল, পরে ডবল… দেখুন এটা আমার জীবনদর্শন। আমি ভাগ করে নিতে চাই। ২__৬ হলে, বোঝাই যায়, মাঝের নম্বরটা ৪। জীবনের একটা প্যাটার্ন আছে। তুমি এসেছ একা, শূণ্যস্থান পূরণ করো, যাবেও একা।মাঝের জায়গাটা কী? তুমি আছও একা।’
