‘এর সঙ্গে টাকার কোনও লেনদেন নেই’, ‘মৃত্যু বিতর্ক’ নিয়ে সাফাই পুনমের
Poonam Pandey: হঠাৎ খবর সামনে আসে তিনি বেঁচে আছেন। একদিনের বিরতি নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি মারা যাননি। তবে একটা বিশেষ কারণে তিনি এমন কাজ করেছেন। আর তা হল সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করা।
২ ফেব্রুয়ারি, সোশ্যাল মিডিয়া স্টার তথা মডেল পুনম পান্ডের মৃত্যু খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট, কাছের মানুষের শোকজ্ঞাপন, ভক্তদের ভেঙে পড়া, এক সেলেব মৃত্যুতে ঠিক যে প্রভাব পড়ে, তেমনই পরিস্থিতি তৈরি হয়ে ছিল। মৃত্যুর খবর দেওয়া নির্দিষ্ট পোস্টে স্পষ্ট করে লিখে দেওয়া ছিল পুনম পান্ডে সার্ভাইক্যাল ক্যানসারের জন্য মারা গিয়েছেন। ফলে তা নিয়েও চর্চা শুরু হয়ে যায় রাতারাতি। তবে এরই মাঝে হঠাৎ খবর সামনে আসে তিনি বেঁচে আছেন। একদিনের বিরতি নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি মারা যাননি। তবে একটা বিশেষ কারণে তিনি এমন কাজ করেছেন। আর তা হল সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করা।
পুনম পান্ডের এই কাজে এক প্রকার রে-রে করে উঠল সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মহল। একের পর এক কমেন্ট থেকে পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ছিঃ ছিঃ পড়ে গেল স্রবত্র। মৃত্যু নিয়ে এমন স্টান্ট যদিও প্রথম নয়, তবে পুনমের এই কাজকে সম্মতি জানালেন না অধিকাংশই। কেউ জুড়ে দিলেন আর্থিক লাভের অঙ্ক, কেউ আবার প্রশ্ন তুললেন এই নিয়ে আরও আকবার খবরের শিরোনামে উঠে আসার চেষ্টা মাত্র। পুনম পান্ডের গ্রেফতারের অভিযোগও তুললেন অনেকে। যা নিয়ে জল্পনাও তুঙ্গে। যদিও এখনও কোনও আইনি পদক্ষেপ তাঁর বিরুদ্ধে নেওয়া হয়নি। এরই মাঝে পুনমের ক্রিয়েটিভ টিম সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে ক্ষমা চাইলেন।
তাঁরা লিখলেন– ”ঠিক আমরা পুনমের এই পরিকল্পনার সঙ্গে যুক্ত, কারণ আমরা চেয়েছিলাম সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সকলের মধ্যে সচেতনতা গড়ে তুলতে। তার জন্যই আমরা প্রথমে সবার আগে ক্ষমা চেয়ে নিতে চাই। সবার আগে তাঁদের কাছে যাঁরা ক্যানসারের মতো রোগের সঙ্গে লড়াই করছেন। আমাদের এর সঙ্গে কোনও আর্থিক লাভ যুক্ত নয়…। অনেকেই হয়তো জানেন না, পুনমের মা-ই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।”