কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন প্রাচী দেশাই

শুধু প্রাচী নয়, এর আগে বহু অভিনেত্রীই ইন্ডাস্ট্রির এই সমস্যা নিয়ে সরব হয়েছেন। শুধু কাস্টিং কাউচই নয়, #মিটু নিয়েও প্রতিবাদ করতে দেখা গিয়েছেন একের পর এক অভিনেত্রীকে।

কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন প্রাচী দেশাই
প্রাচী দেশাই
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2021 | 6:44 PM

কাস্টিং কাউচ– বলিউডে অত্যন্ত জ্বলন্ত এক ‘সমস্যা’। এই কাস্টিং কাউচের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রী প্রাচী দেশাইকেও। সেই ঘটনার কথা নিজেই শেয়ার করলেন প্রাচী।

প্রাচী জানান এক বিগ বাজেট ছবিতে কাজ করার প্রস্তাব আসে তাঁর কাছে। পরিচালক নিজে ফোন করেন তাঁকে। কিন্তু বিনিময়ে ‘কম্প্রোমাইজ’ করতে বলা হয় প্রাচীকে। প্রাচী অস্বীকার করেন। পরিচালক ফের তাঁকে ফোন করে কাস্টিংয়ের বিনিময়ে শয্যাসঙ্গিনী হওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু প্রাচী ফিরিয়ে দেন সেই প্রস্তাব। ফিরিয়ে দেন ছবির অফারও।

শুধু প্রাচী নয়, এর আগে বহু অভিনেত্রীই ইণ্ডাস্ট্রির এই সমস্যা নিয়ে সরব হয়েছেন। শুধু কাস্টিং কাউচই নয়, #মিটু নিয়েও প্রতিবাদ করতে দেখা গিয়েছেন একের পর এক অভিনেত্রীকে।

আরও পড়ুন– আবারও বিস্ফোরক অনুষা, বিচ্ছেদ নিয়ে করণ মুখ খোলার পরেই ইনস্টাগ্রামে লিখলেন…

View this post on Instagram

A post shared by Prachi Desai (@prachidesai)

২০০৬ সালে ধারাবাহিক ‘কসম সে’র মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেন প্রাচী। তাঁর কেরিয়ার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। প্রথম ধারাবাহিকেই রাম কাপুরের বিপরীতে অভিনয় এবং শো সুপার হিট। এর ঠিক দু’বছরের মধ্যেই রক অন ছবিতে কাজের অফার পান তিনি। এর পর একে একে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘বোল বচ্চন’, ‘আজহার’ সহ একের পর এক ছবি করেন তিনি। যদিও এর পর থেকেই ক্রমশ নিচের দিকে নামতে শুরু করে প্রাচীর কেরিয়ার গ্রাফ। ছবিতে কম দেখা যেতে থাকে তাঁকে। কারণ, হিসেবে শোনা যায় একতা কাপুরের সঙ্গে খারাপ সম্পর্ক। যদিও এ নিয়ে প্রাচী প্রকাশ্যে কিছু বলেননি কোনওদিন। সম্প্রতি ‘জি ফাইভ’-এর এক ছবিতে থাকে দেখা গিয়েছে। নাম ‘ক্যান ইউ হিয়ার ইট’। ওই ছবিতে প্রাচী ছাড়াও রয়েছে মনোজ বাজপেয়ী, অর্জুন মাথুরসহ অনেকেই।