‘ভার্জিন স্ত্রী না পেলে…’ বউ বেছে নেওয়ার নিয়ম জানালেন প্রিয়াঙ্কা চোপড়া!
সম্প্রতি সোশাল মিডিয়াতেই ভাইরাল হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়ার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া নতুন প্রজন্মের পুরুষদের জীবনসঙ্গী বেছে নেওয়ার টিপস দিয়েছেন।

বলিউড থেকে প্রায় গায়েব প্রিয়াঙ্কা চোপড়া। তবে তথ্য বলছে, এস এস রাজামৌলির নতুন ছবিতে নাকি দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আর সেই ছবির শুটিংয়ের কারণেই কয়েক মাস আগে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। তবে ভারত থেকে দূরে থাকলেও, সোশাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের সঙ্গে দারুণ যোগাযোগ রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। আর তাই তো সোশাল মিডিয়াতেই নানা সময়, নানা কিছু নিয়ে মন্তব্য রাখেন তিনি।
সম্প্রতি সোশাল মিডিয়াতেই ভাইরাল হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়ার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া নতুন প্রজন্মের পুরুষদের জীবনসঙ্গী বেছে নেওয়ার টিপস দিয়েছেন।
এই সাক্ষাৎকারে কী বলেছেন প্রিয়াঙ্কা?
প্রিয়াঙ্কা জানিয়ে ছিলেন, আমাদের দেশের বেশিরভাগ পুরুষ মানুষই ভার্জিন মেয়েকেই বিয়ে করতে চায়। বহু পুরুষের ধারণা ভার্জিন নারীকে বিয়ে করলেই, তাঁদের পুরুষত্ব প্রমাণ হবে। কিন্তু এ ধরনের ভাবনা একেবারেই ভুল। বিয়ের জন্য ভার্জিন মেয়ে না খুঁজে, ভাল ও ভদ্র-সভ্য মানুষই খোঁজা উচিত। সতীত্ব তো একরাতে চলে যাবে, কিন্তু ব্যবহার, আচরণ সারাজীবন থেকে যাবে।
প্রিয়াঙ্কার এই কথা নিয়ে সোশাল মিডিয়ায় এক সময় প্রচুর ট্রোল হয়। তবে বরাবরাই ঠোঁটকাটা প্রিয়াঙ্কা এসবে পাত্তা দেননি।





