বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটির টিকিট সরকারের তরফ থেকে করমুক্ত করা হয়েছে বেশ কিছু জায়গায়। এমনকী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবিটি সকলকে দেখার জন্য অনুরোধ করেছেন।
এই নিয়ে প্রশ্ন তুলেছেন অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্ড’ ছবির প্রযোজক সবিতা রাজ হিরেমাথে। তাঁর প্রশ্ন, “দ্য কাশ্মীর ফাইলস ছবির টিকিট করমুক্ত হলে আমাদের ছবি ঝুন্ড নয় কেন? আমাদের ছবিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তৈরি”।
তিনি জানিয়েছেন, তাঁদের ছবি সমাজের ভাল দিককে তুলে ধরেছে। যা দেশের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ‘ঝুন্ড’ ছবির গল্প সমাজকর্মী বিজয় বারসে-কে নিয়ে। এই ছবি দর্শক মহলে ভাল সাড়া ফেলেছে। নাগপুরের দুঃস্থ শিশুদের নিয়ে একটি সংস্থা গড়েন বিজয়। নাম ‘স্লাম সকার’। ফুটবলকে হাতিয়ার করে সমাজের বিপথে যাওয়া সব শিশুদের জীবন পাল্টে দিতে চেষ্টা করেন তিনি। ছবিতে বিজয়ের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন অমিতাভ বচ্চন। এই ছবির হাত ধরে সাইরাত খ্যাত পরিচালক নাগরাজ মানজুলে হিন্দি সিনেমায় ডেবু করলেন।
সদ্য প্রযোজক সবিতা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখেন। সেই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেন। যেখানে তিনি প্রশ্ন তোলেন তাঁর ছবিকে কেন করমুক্ত করা হবে না বলে। সেই সঙ্গে এও জানতেন চান, কোন কোন মানদণ্ড থাকলে সরকার একটি ছবিকে শুধু সমর্থনই করে না, নেটমাধ্যমে প্রচার করে ছবিটি সিনেমা হলে গিয়ে দেখার। এমনি কোথাও কোথাও আংশিক ছুটিও দিয়ে দেওয়া হয়!
সবিতা ফেসবুকে লিখেছেন, “‘সম্প্রতি ‘কাশ্মীর ফাইলস’ দেখলাম। কাশ্মীরি পণ্ডিতদের উৎখাতের গল্প হৃদয়বিদারক। এই গল্পটি বলা উচিত ছিল। কাশ্মীরি পণ্ডিতদের কণ্ঠ হয়ে উঠেছে এই ছবি”। তবে বিবেক অগ্নিহোত্রীর ছবির ভূয়সী প্রশংসার পরেই নিজের অস্বস্তির কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি- “আমি কিছুটা বিভ্রান্ত বোধ করছি ‘ঝুন্ড’ ছবির প্রযোজক হিসেবে। কারণ ‘ঝুন্ড’ও একটি গুরুত্বপূর্ণ ছবি। এই ছবিতেও সমাজের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা দেওয়া হয়েছে, যা দর্শকের প্রশংসাও পেয়েছে। তাহলে আমাদের ছবির টিকিটকে কেন সরকার করমুক্ত করছে না”?
১৯৯০ সাল। জম্মু-কাশ্মীর থেকে বিতাড়িত হন শয়ে শয়ে কাশ্মীরি পণ্ডিত। ‘দ্য কাশ্মীর ফাইল্স’ ছবিতে সেই ঘটনাটিকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমুখ। ইতিমধ্যেই এই ছবির টিকিট করমুক্ত হয়েছে গুজরাত, হরিয়ানা, মধ্য প্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, ত্রিপুরা, গোয়া, উত্তরাখণ্ড-এ। ফলস্বরূপ ছবির ব্যবসাও ভাল হচ্ছে। ইতিমধ্যে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ছবিটি।
আরও পড়ুন:Bachchhan Paandey: হিন্দু ধর্মকে অসম্মানের অভিযোগ, টুইটার জুড়ে ট্রেন্ডিং ‘বয়কট বচ্চন পাণ্ডে’!