RRR-এর রেকর্ড ভাঙতে চলেছে ‘পুষ্পা ২’? লক্ষ্যে বক্স অফিস ওপেনিং

Pushpa 2: আল্লু অর্জুন, গত তিন বছরে যাঁকে নিয়ে গোটা দেশের অনুরাগীরা উচ্ছাসিত। সৌজন্যে ‘পুষ্পা’। আল্লু অর্জুনের জীবনে এই ছবি এক মাইলস্টোন। তাঁর জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি। পুষ্পা ছবির হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন।

| Updated on: Nov 24, 2024 | 9:30 AM
একের পর এক রেকর্ড ভেঙে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে পুষ্পা ২। ছবি মুক্তির আগেই খবরের শিরোনামে নিত্যদিন জায়গা করে নিচ্ছে এই ছবি।

একের পর এক রেকর্ড ভেঙে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে পুষ্পা ২। ছবি মুক্তির আগেই খবরের শিরোনামে নিত্যদিন জায়গা করে নিচ্ছে এই ছবি।

1 / 8
কখনও ছবির ট্রেলার, কখনও আবার ছবির গান, দর্শক মনে ঝড় তুলে চলেছে। ইতিমধ্যেই বিহারে গিয়ে ছবির ট্রেলার মুক্তিতে নজর কেড়েছে টিম পুষ্পা।

কখনও ছবির ট্রেলার, কখনও আবার ছবির গান, দর্শক মনে ঝড় তুলে চলেছে। ইতিমধ্যেই বিহারে গিয়ে ছবির ট্রেলার মুক্তিতে নজর কেড়েছে টিম পুষ্পা।

2 / 8
যে ট্রেলার মাত্র ২৪ ঘণ্টায় ১০২০ লাখ ভিউ অর্জন করেছিল। যা এক কথায় তেলুগু ছবির বাজারে রেকর্ড। কেবল এখানেই নয়, পুষ্পার ঝুলিতে রয়েছে আরও অনেক।

যে ট্রেলার মাত্র ২৪ ঘণ্টায় ১০২০ লাখ ভিউ অর্জন করেছিল। যা এক কথায় তেলুগু ছবির বাজারে রেকর্ড। কেবল এখানেই নয়, পুষ্পার ঝুলিতে রয়েছে আরও অনেক।

3 / 8
ছবির একটি মাত্র দৃশ্য শুট করতে মোটের ওপর খরচ করা হয়েছে ৬ কোটি টাকা। এবার প্রথম দিনের আয়ের দিকে তাকিয়ে গোটা দেশ।

ছবির একটি মাত্র দৃশ্য শুট করতে মোটের ওপর খরচ করা হয়েছে ৬ কোটি টাকা। এবার প্রথম দিনের আয়ের দিকে তাকিয়ে গোটা দেশ।

4 / 8
RRR ও বাহুবলি ২ ছবির ক্ষেত্রেই একমাত্র প্রথম দিনের আয় ২০০ কোটি ছাড়িয়েছিল। অন্যদিকে কল্কি ছাপিয়েছে ১৯১ কোটি টাকা। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি দেবারা ছাড়িয়েছে ১৫৭ কোটি টাকা।

RRR ও বাহুবলি ২ ছবির ক্ষেত্রেই একমাত্র প্রথম দিনের আয় ২০০ কোটি ছাড়িয়েছিল। অন্যদিকে কল্কি ছাপিয়েছে ১৯১ কোটি টাকা। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি দেবারা ছাড়িয়েছে ১৫৭ কোটি টাকা।

5 / 8
এবার পুষ্পা ২ ছবির পালা। শোনা যাচ্ছে এই ছবি প্রথমদিনেই আয় করতে চলেছে ৩০০ কোটি টাকা। যা নেহাতই কম নয়। মোটের ওপর এই ছবি ১২০০ কোটির রেকর্ড ছাপিয়ে যাবে বলেও খবর।

এবার পুষ্পা ২ ছবির পালা। শোনা যাচ্ছে এই ছবি প্রথমদিনেই আয় করতে চলেছে ৩০০ কোটি টাকা। যা নেহাতই কম নয়। মোটের ওপর এই ছবি ১২০০ কোটির রেকর্ড ছাপিয়ে যাবে বলেও খবর।

6 / 8
এবার আসরে নামছে শ্রীলীলা। শ্রীলীলা দক্ষিণী অভিনেত্রী। এবার তাঁর আইটেম ডান্সে ঝড় তুলতে চলেছে ছবি। সঙ্গে থাকছেন পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন। রবিবার সন্ধ্যা ৭ টা ২ মিনিটে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাচ্ছে ‘কিসিক’ গান।

এবার আসরে নামছে শ্রীলীলা। শ্রীলীলা দক্ষিণী অভিনেত্রী। এবার তাঁর আইটেম ডান্সে ঝড় তুলতে চলেছে ছবি। সঙ্গে থাকছেন পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন। রবিবার সন্ধ্যা ৭ টা ২ মিনিটে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাচ্ছে ‘কিসিক’ গান।

7 / 8
আল্লু অর্জুন, গত তিন বছরে যাঁকে নিয়ে গোটা দেশের অনুরাগীরা উচ্ছাসিত। সৌজন্যে ‘পুষ্পা’। আল্লু অর্জুনের জীবনে এই ছবি এক মাইলস্টোন। তাঁর জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি। পুষ্পা ছবির হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন।

আল্লু অর্জুন, গত তিন বছরে যাঁকে নিয়ে গোটা দেশের অনুরাগীরা উচ্ছাসিত। সৌজন্যে ‘পুষ্পা’। আল্লু অর্জুনের জীবনে এই ছবি এক মাইলস্টোন। তাঁর জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি। পুষ্পা ছবির হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন।

8 / 8
Follow Us: