‘ভাল সময় আসছে’, সদর্থক বার্তা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়
ব্যক্তিগত জীবনেও অনেক ঝড় সামলাতে হয়েছে রচনাকে। দাম্পত্য বিচ্ছেদের পর ছেলে প্রণীলকে একার হাতে মানুষ করেছেন। পাশাপাশি সামলেছেন কেরিয়ার।
রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। যাঁরা তাঁকে কাছ থেকে চেনেন, তাঁরা জানেন, রচনা আদ্যন্ত একজন পজিটিভ মানুষ। যে কোনও পরিস্থিতিতে সদর্থক চিন্তা ভাবনা করাই তাঁর স্বভাব। প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই করতে পারেন। শুধু নিজে পজিটিভ থাকা নয়। সকলকে পজিটিভ থাকারও পরামর্শ দেন তিনি। করোনা পরিস্থিতিতেও তার ব্যতিক্রম হল না।
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন রচনা। ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে তোলা হাসি মুখের সেই ছবি অনুরাগীদের মন ভাল করে দিতে পারে। রচনা লিখেছেন, ‘হাত বাড়াও। ভাল সময় আসছে। সব সময় সুস্থ থাক। পজিটিভ চিন্তাভাবনা করো।’
View this post on Instagram
ব্যক্তিগত জীবনেও অনেক ঝড় সামলাতে হয়েছে রচনাকে। দাম্পত্য বিচ্ছেদের পর ছেলে প্রণীলকে একার হাতে মানুষ করেছেন। পাশাপাশি সামলেছেন কেরিয়ার। তবে দীর্ঘ কয়েক বছর হল, ছবির জগৎ থেকে অনেকটা দূরে রচনা। অনেক বেছে কাজ করেন এখন। আপাতত টেলিভিশনের পর্দায় তাঁকে প্রতিদিন দেখেন দর্শক। ‘দিদি নম্বর ওয়ান’-এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এসে তাঁদের লড়াইয়ের গল্প শোনান। রচনাও তাঁদের গল্পের শরিক। তাঁদের সাহস দেন প্রতিনিয়ত।
আরও পড়ুন, বাড়িতেই সেলিব্রেশন, জন্মদিনে বড় অনুষ্ঠান বাতিল করলেন অনীক
করোনা পরিস্থিতিতে সব রকম সাবধানতা অবলম্বন করেই শুটিং করছেন রচনা। তিনি ইতিমধ্যেই টিকা নিয়েছেন। কিন্তু সর্বস্তরে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার যে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চান অভিনেত্রী। এই কঠিন পরিস্থিতিতেও মনের জোর না হারানোর অনুরোধ করেছেন তিনি।