আড্ডা দিতে চান রাজ চক্রবর্তী, কাদের সঙ্গে জানালেন প্রকাশ্যেই

কাদের সঙ্গে ফের জমিয়ে আড্ডা দিতে চান রাজ?

আড্ডা দিতে চান রাজ চক্রবর্তী, কাদের সঙ্গে জানালেন প্রকাশ্যেই
পরিচালক রাজ চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Dec 10, 2020 | 2:35 PM

করোনা আতঙ্ক আমাদের সকলের জীবনই বদলে দিয়েছে অনেকটাই। অতিমারির আবহে লকডাউনে বেশ কয়েকটা মাস গৃহবন্দি থাকতে হয়েছে সকলকেই। নিউ নর্মালে অনেক কিছুই নতুন করে শুরু হয়েছে ঠিকই। তবে এখনও প্রতি মুহূর্তে ভয় কাজ করছে। এই পরিস্থিতিতে ঠিক এক বছর আগের স্মৃতিতে ফিরে গেলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। জানালেন, আগের মতো ফের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চান।

রাজের বন্ধু তালিকায় কারা রয়েছেন? কাদের সঙ্গে ফের জমিয়ে আড্ডা দিতে চান রাজ?

আরও পড়ুন, বিবাহ অভিযানে আপাতত ‘মার্কড সেফ’, তাহলে কবে বিয়ে করছেন তিন কন্যে?

সোশ্যাল মিডিয়ায় রাজের শেয়ার করা ছবিতে রয়েছেন শুভশ্রী, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, সস্ত্রীক পদ্মনাভ দাশগুপ্ত, সস্ত্রীক আবির চট্টোপাধ্যায়, এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। ঠিক এক বছর আগে আজকের দিনে সকলে আড্ডা দিয়েছেন। তখন করোনা আতঙ্ক গ্রাস করেনি গোটা পৃথিবীকে। ঠিক আগের মতোই ফের এই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চান রাজ।

এই ছবিটি শেয়ার করে রাজ লিখেছেন, গত বছরের আজকের দিন। খুব ভাল স্মৃতি। এমন একসঙ্গে আবার হওয়া দরকার আমাদের। অনেক গল্প, অনেক আড্ডা। চলো আবার দেখা করি। এটা ডিসেম্বর মাস। শীত চলে এসেছি। আড্ডা হতেই হবে।

আরও পড়ুন, বিয়ের পরের সকালে প্রথম কোন ছবি শেয়ার করলেন গৌরব-দেবলীনা?

২০২০তে রাজের ব্যক্তি জীবনেও অনেক বদল এসেছে। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি নিজেই। ব্যক্তি জীবনের সবথেকে বড় সাপোর্ট সিস্টেম অর্থাৎ বাবাকে হারিয়েছেন রাজ। আবার এই বছরই প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। ছেলে ইউভান এখন সোশ্যাল মিডিয়ার নতুন স্টার। ভাল-মন্দ মিলিয়ে এবার বছর শেষের পালা। বন্ধুদের সঙ্গে ঠিক আগের মতো করেই আড্ডা দিতে চান পরিচালক।