রাজ-শুভশ্রীর জমজমাট সরস্বতী পুজো, অতিথিদের জন্য মেনুতে ছিল কী কী?
Saraswati Puja: প্রতিবারই রাজ-শুভশ্রীর এই সরস্বতী পুজোয় হাজির হন টলি তারকারা। এবারও তার ব্যতিক্রম হল না। হালকা হলুদ রঙের শাড়িতে নজর কাড়লেন কৌশানি মুখোপাধ্যায়। রাজ-শুভশ্রীর সঙ্গেই অঞ্জলি দিলেন তিনি। হাজির হয়েছিলেন টেলিপাড়ার সদ্য বিবাহিত জুটি আদৃত ও কৌশাম্বিও।

প্রতিবারের মতো এবারও নিজের প্রযোজনা সংস্থার অফিসে জমজমাট ভাবে বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সকাল সকালই সেজেগুজে প্রযোজনা সংস্থার অফিসে পৌঁছে গিয়েছিলেন টলিউডের প্রিয় দম্পতি। শুভশ্রীর পরনে আকাশনীল শাড়ি এবং রাজ পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। অফিসেই অঞ্জলি দিলেন রাজ-শুভশ্রী।
প্রতিবারই রাজ-শুভশ্রীর এই সরস্বতী পুজোয় হাজির হন টলি তারকারা। এবারও তার ব্যতিক্রম হল না। হালকা হলুদ রঙের শাড়িতে নজর কাড়লেন কৌশানি মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন বনি সেনগুপ্তও। এসেছিলেন আবির চট্টোপাধ্যায়ও। রাজ-শুভশ্রীর সঙ্গেই অঞ্জলি দিলেন তিনি। হাজির হয়েছিলেন টেলিপাড়ার সদ্য বিবাহিত জুটি আদৃত ও কৌশাম্বিও।
আড্ডা, হইচইয়ের মধ্যে দিয়েই এবারের সরস্বতী পুজো পালন করলেন রাজ শুভশ্রী। তবে অতিথি আপায়্যাণেও কোনও ত্রুটি রাখেননি এই তারকা দম্পতি। পুজো শেষে মধ্যাহ্ন ভোজনে এলাহি ব্যবস্থা।
কী কী ছিল মেনুতে?
রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোর মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল, কচুরি, ছোলার ডাল, খিচুড়ি, লাবড়া, আলুর দম,কুলের চাটনি, মিষ্টি। বাঙালির যেকোনও পুজোর সঙ্গে যে পেটপুজো মাস্ট, তা ফের বুঝিয়ে দিলেন রাজ-শুভশ্রী।





