গোটা টলিউডকে সাক্ষী রেখে গঙ্গাপাড়ে চুটিয়ে প্রেম রাজ-শুভশ্রীর
বিয়ের এতগুলো বছর পার হলেও আজও রোম্যান্স কমেনি তাঁদের। আজও দু'জনের জন্য সময় বের করেন তাঁরা। থাকেন ভালবাসায়, সেই প্রমাণই দিলেন ওঁরা। মাস দুয়েক আগেই দ্বিতীয় বার মা হয়েছে শুভশ্রী। মেয়ে হয়েছে তাঁর। মেয়ে হওয়ার পর ফের কাজে ফিরেছেন তিনি।

দক্ষিণ ২৪ পরগণার এক রিসর্টে গঙ্গাপাড়ে বসেছিল টলিউডের পিকনিক। মাসের দ্বিতীয় রবিবারে এমনিই ছুটি থাকে টলিপাড়ায়। সেই সুযোগকেই কাজে লাগিয়ে গঙ্গার পাড়ে মেতে উঠেছিলেন সকলেই। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কে ছিলেন না সেখানে? অনির্বাণের কণ্ঠে গান, পরমে গিটারে জমে উঠেছিল গোটা দিনটাই। সঙ্গে ছিল দেদার খানাপিনা, নাচগান আর হইহই।
তবে লাইমলাইট কেড়ে নিলেন সেলেব জুটি রাজ-শুভশ্রী। দু’জনের পোশাকেই ছিল রঙমিলান্তি। পরেছিলেন সাদা রঙের পোশাকে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিগত বেশ কিছু দিন ধরেই ঠান্ডা পড়েছে খানিকটা। শীতের রোদ গায়ে মেখে গঙ্গার কনকনে হাওয়ায় নিজেদের ভিজিয়ে আরও একবার যেন প্রেমে পড়লেন দু’জন দু’জনার। লাইভ মিউজিকের সঙ্গে জমে গেল নাচ। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
বিয়ের এতগুলো বছর পার হলেও আজও রোম্যান্স কমেনি তাঁদের। আজও দু’জনের জন্য সময় বের করেন তাঁরা। থাকেন ভালবাসায়, সেই প্রমাণই দিলেন ওঁরা। মাস দুয়েক আগেই দ্বিতীয় বার মা হয়েছে শুভশ্রী। মেয়ে হয়েছে তাঁর। মেয়ে হওয়ার পর ফের কাজে ফিরেছেন তিনি। রাজ চক্রবর্তীর পরিচালনায় আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। বুদ্ধদেব গুহের ‘বাবলি’র অবলম্বনে তৈরি হবে ওই ছবি। ছবির নামও ‘বাবলি’।
View this post on Instagram
