বাংলা ধারাবাহিকে ফিরছেন রাজদীপ গুপ্ত?
স্টার জলসা চ্যানেলে আসছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' ধারাবাহিক। এই পিরিয়ড পিস দেখার জন্য দর্শকরা অপেক্ষা করে রয়েছেন। সেখানে রাণী ভবানীর চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকে। রাজনন্দিনী যে ছোটপর্দায় কাজ করবেন, সেই খবর প্রথম দিয়েছিল TV9 বাংলা। এই ধারাবাহিকে রাজনন্দিনীর বিপরীতে রাজদীপকে দেখা যাবে না। সেই চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ, এমন এক অভিনেতার কাছে। তবে রাজদীপের কাছে তাক লাগিয়ে দেওয়া একটা চরিত্রের জন্যই প্রস্তাব গিয়েছে।

বাংলা ধারাবাহিকে ফেরার প্রস্তাব গিয়েছে অভিনেতা রাজদীপ গুপ্তর কাছে। টলিপাড়ার এক সূত্রের খবর, রাজদীপ এই ধারাবাহিকে কাজ করার জন্য সম্মতি দিয়েছেন। তবে সব কিছু এখনও চূড়ান্ত হয়নি। তাই চ্যানেলের তরফে ঘোষণার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
স্টার জলসা চ্যানেলে আসছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিক। এই পিরিয়ড পিস দেখার জন্য দর্শকরা অপেক্ষা করে রয়েছেন। সেখানে রাণী ভবানীর চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকে। রাজনন্দিনী যে ছোটপর্দায় কাজ করবেন, সেই খবর প্রথম দিয়েছিল TV9 বাংলা। এই ধারাবাহিকে রাজনন্দিনীর বিপরীতে রাজদীপকে দেখা যাবে না। সেই চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ, এমন এক অভিনেতার কাছে। তবে রাজদীপের কাছে তাক লাগিয়ে দেওয়া একটা চরিত্রের জন্যই প্রস্তাব গিয়েছে।
রাজদীপের সঙ্গে স্টার জলসা চ্যানেলের সম্পর্ক পুরোনো। ২০০৯ সালে তাঁকে দেখা গিয়েছিল ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে। সেই ধারাবাহিক দর্শকের এতটাই পছন্দের ছিল যে এখনও নেটিজেনরা লেখেন, ‘ওগো বধূ সুন্দরী ২’ তৈরি হলে তাঁরা খুশি হবেন। তবে রাজদীপ যে নিয়মিত ধারাবাহিকে কাজ করেন এমন নয়। টলিপাড়ার নামী প্রযোজনা সংস্থার সঙ্গে একের পর এক ওয়েব সিরিজে নজর কেড়েছেন অভিনেতা। যেমন ‘মিসম্যাচ’, ‘গভীর জলের মাছ’ বা ‘মার্ডার ইন দ্য হিলস’।
তবে রাজদীপের অনুরাগীরা অপেক্ষা করে ছিলেন, তাঁর ছোটপর্দায় ফেরার জন্য। তাই সত্যি যদি এই পিরিয়ড পিসে রাজদীপ কাজ করেন, তা নিয়ে বাড়তি আগ্রহ থাকবে দর্শকদের মধ্যে। এই সপ্তাহের শেষেই ধারাবাহিকের নতুন প্রোমোর শুটিং হবে বলে খবর।
