Rajesh-Amitabh: রাজেশ, অমিতাভের ‘আনন্দ’ রিমেক হচ্ছে, শুনেই চমকে উঠলেন দর্শকরা, কী বলছেন তাঁরা?

Rajesh-Amitabh: ছবির শেষ দৃশ্যে রাজেশ খন্না আর তাঁর ‘বাবুমশাই’ অমিতাভ বচ্চনের সংলাপ আজও চোখে জল আনে।

Rajesh-Amitabh: রাজেশ, অমিতাভের ‘আনন্দ’ রিমেক হচ্ছে, শুনেই চমকে উঠলেন দর্শকরা, কী বলছেন তাঁরা?
আনন্দ ছবিতে রজেশ-অমিতাভ জুটি
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2022 | 1:26 AM

হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন অভিনীত, সত্তর দশকের কালজয়ী সিনেমা ‘আনন্দ’। ১৯৭১ সালে মুক্তি পায় এই ছবি। প্রযোজক ছিলেন এন. সি. সিপ্পি। প্রায় দীর্ঘ ৫০ বছর পর ‘আনন্দ’ ছবির রিমেক করার কথা জানিয়েছেন এন.সি. সিপ্পির নাতি সমীর রাজ সিপ্পি। সঙ্গে রয়েছেন আরও এক প্রযোজক বিক্রম খাখর। এই খবর সামনেই আসতেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। সকলেই প্রযোজকদের কাছে অনুরোধ জানিয়েছেন, একটা ক্ল্যাসিক ছবিকে অনুগ্রহ করে নষ্ট করবেন না। কেউ কেউ এই খবরে ক্ষোভে ফেটে পড়েছেন। নির্মাতাদের কাছে তাঁদের সনির্বন্ধ অনুরোধ, ‘দয়া করে এটা করবেন না!’

রিমেকের জন্য কেন বাছা হল এই সিনেমাকে? সমীর রাজ সিপ্পির মতে, ‘আনন্দ’-এর মতো গল্প নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা জরুরি। তাঁর ভাষায়, ‘‘মূল সিনেমার সংবেদনশীলতা এবং আবেগের কথা মাথায় রেখে আজকের প্রজন্মকে এমন অনেকগুলি গল্প পুনরায় বলা দরকার, যা আজও খুব প্রাসঙ্গিক’’।

মৃত্যু অসম্ভভাবী। তবু যত দিন আয়ু রয়েছে, জীবনের যাবতীয় রূপ, রস, গন্ধকে পুরো আরহোণ করাই আনন্দের জীবনবোধ। ছবির শেষ দৃশ্যে রাজেশ খন্না আর তাঁর ‘বাবুমশাই’ অমিতাভ বচ্চনের সংলাপ আজও চোখে জল আনে। সেই সত্তর দশক থেকে হিন্দি ছবির দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে রেখেছে আনন্দের অনুভূতি। রাজেশ খান্না আর অমিতাভ বচ্চনের রসায়ন ভোলা অসম্ভব।  আরও একটা ‘আনন্দ’ কী সম্ভব? রাজেশ-অমিতাভ শুধু নন, ললিতা পাওয়ার, জনি ওয়াকার, রমেশ দেও- এঁদের পরিবর্ত কি পাওয়া সম্ভব? প্রশ্ন তুলেছেন অনেকেই।

যদিও প্রযোজকরা জানিয়েছেন, রিমেক ছবির চিত্রনাট্য লেখা কাজ চলছে সবে। কিন্তু রিমেকের ঘোষণা শুনেই শোরগোল শুরু। নেট মাধ্যমে কেউ লিখেছেন, ‘দয়া করে আমাদের জন্য ছবিটি নষ্ট করবেন না। এটা একটা ক্ল্যাসিক।’ কেউ বা ক্ষোভ উগরে মন্তব্য করেছেন, ‘এই ছবিতে নতুন অভিনেতা কাউকেই মানাবে না। এ আবার হয় নাকি!’ কেউ আবার রসিকতা করে প্রযোজকদের মুখ্য ভূমিকায় কাকে নিতে পারেন, তার পরামর্শও দিয়ে ফেলেছে। ইক্ষয় কুমার, রণবীর কাপুর, বরুণ ধবন আর অর্জুন কপূরে নাম উঠে এসেছে। তবে প্রযোজকদের দাবি, নতুন ‘আনন্দ’ নতুন করে বাঁচার গল্পই নাকি বলবে!