হাসপাতালেই ভেঙে পড়লেন কান্নায় , HIV-তে আক্রান্ত রাখী সাওয়ান্ত?

Rakhi Sawant: চাঞ্চল্যকর খবর রটেছে রাখী সাওয়ান্তকে ঘিরে। যা শুনে তাঁর ভক্তরাও আতঙ্কে। সকলের মুখে একটাই প্রশ্ন, "কী করে সম্ভব?" রাখী যে অসুস্থ এ কথা সকলেই জানতেন। এক বড় টিউমার অস্ত্রোপচার করে বের করা হয়েছিল তাঁর শরীর থেকে।

হাসপাতালেই ভেঙে পড়লেন কান্নায় , HIV-তে আক্রান্ত রাখী সাওয়ান্ত?
হাসপাতালে রাখী।
Follow Us:
| Updated on: May 28, 2024 | 3:41 PM

চাঞ্চল্যকর খবর রটেছে রাখী সাওয়ান্তকে ঘিরে। যা শুনে তাঁর ভক্তরাও আতঙ্কে। সকলের মুখে একটাই প্রশ্ন, “কী করে সম্ভব?” রাখী যে অসুস্থ এ কথা সকলেই জানতেন। এক বড় টিউমার অস্ত্রোপচার করে বের করা হয়েছিল তাঁর শরীর থেকে। এ সবের মধ্যেই সম্প্রতি তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে অস্ত্রোপচারের পর রাখীকে হাঁটানোর চেষ্টা করছেন হাসপাতালের নার্স ও চিকিৎসকেরা। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন রাখী। ভেঙে পড়ছেন কান্নায়। তাঁর ওই ভিডিয়ো দেখে চোখে জল আসবে আপনারও।

এরই মধ্যে বলিউড স্পাইস নিউজের এক প্রতিবেদনের দাবি, রাখী নাকি এইআইভিতেও আক্রান্ত। তবে চিকিৎসক বা তাঁর পরিবারের তরফ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও মন্তব্য আসেনি। রাখীর বাবা-মা কেউই আর এ দুনিয়াতে নেই। এই অসুস্থতার সময়ে তাঁকে আগলে রেখেছেন তাঁর প্রাক্তন স্বামী রীতেশ। ইনস্টাগ্রামে রাখীর ছবি শেয়ার করে রীতেশ লেখেন, “আমি ভীষণ খুশি। রাখী খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আজ ওঁকে এতদিন পর হাঁটতে দেখে বেশ ভাল লাগছে।

জরায়ুতে টিউমার দেখা গিয়েছিল রাখীর। সেই টিউমারই অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে। অস্ত্রোপচার সঠিক ভাবেই সম্পন্ন হয়েছে। সে সময়েও তাঁর পাশে ছিলেন রীতেশ। সে সময় তিনি রাখীর হয়ে বলেন, “কত বড় টিউমার। যারা এই নিয়ে মজা করছে তাঁদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। রাখী যাই হোক না কেন, তোমার পাশে থাকব।”