‘রাম’ হলেন রাম চরণ! ফার্স্ট লুকে তির ধনুক হাতে রণংদেহী অভিনেতা
আলিয়া ভাটকে দেখা যাবে সীতার চরিত্রে।
ফিল্মের নাম বেশ অদ্ভূত। ‘আর আর আর’। ফুল ফর্ম—‘রাইজ, রোর, রিভোল্ট’। যার বাংলা মানে করলে দাঁড়ায় ‘উত্থান, হুঙ্কার, বিদ্রোহ’। এক সপ্তাহ আগে ছবিতে আলিয়ার ‘সীতা’ লুক প্রকাশ পেয়েছিল। আর আজ এস.এস রাজামৌলি পরিচালিত ছবিতে রাম চরণ অভিনীত চরিত্র আল্লুরি সীতা রামারাজুরের লুক এল প্রকাশ্যে। লম্বা চুল, গেরুয়া ধুতি পরে হাতে তির ধনুক নিয়ে উঁচিয়ে রয়েছেন রাম। কপালে জ্বলজ্বল করছে লাল তিলক।
আরও পড়ুন ভিডিয়ো: ‘রাস্তার ভেলপুরী খাওয়ার’ অভিজ্ঞতা কোনও দিন ভুলবেন না প্রসেনজিৎ
ছবির ফার্স্ট লুক শেয়ার করে ক্যাপশনে রাম চরণ লেখেন, ‘সাহসিকতা, সম্মান এবং নিষ্ঠা। একজন মানুষ যিনি সব সংজ্ঞায়িত করেছেন! আল্লুরি সীতা রামারাজুর চরিত্রটি আমার কাছে সৌভাগ্যের বিষয়।’
Bravery, honour and integrity. A man who defined it all! It’s my privilege to take on the role of #AlluriSitaRamaraju ?#RRR #RRRMovie @ssrajamouli @tarak9999 @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies pic.twitter.com/QLxv2HnACB
— Ram Charan (@AlwaysRamCharan) March 26, 2021
‘আর আর আর’ চলতি বছরের বহু প্রতীক্ষিত এক ছবি। ফিল্মে জুনিয়র এনটিআর কোমারাম ভীম-এর চরিত্রে এবং আল্লুরি সীতা রামারাজুর চরিত্রে রাম চরণ অভিনয় করছেন।
View this post on Instagram
১৯২০ সালের পটভূমিতে সেট করা হয়েছে ছবির প্রেক্ষাপট। দুই মুক্তিযোদ্ধা কোমারাম ভীম এবং আল্লুরি সীতা রামারাজুর গল্প বলা হবে ছবিতে। ঠিক ছিল চলতি বছরে ৮ জানুয়ারি মুক্তি পাবে এস.এস রাজামৌলি পরিচালিত ছবি। তবে করোনাভাইরাস এবং লকডাউনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। ১৩ অক্টোবরে ফিল্মটি রিলিজ হওয়ার কথা চলছে।
View this post on Instagram
সম্প্রতি, আলিয়া ভাটেরর ‘সীতা’ লুকও প্রকাশিত হয়। পোস্টারেই আলিয়া মন্ত্রমুগ্ধ করে ফেলেন দর্শককে। রাম, এনটিআর ছাড়াও অজয় দেবগণ, সমুথিরাকানি, অলিভিয়া মরিস, রে স্টিভেনসন এবং অ্যালিসন ডুডি অভিনয় করছেন। তামিল, কন্নড়, মালয়ালাম এবং হিন্দি ভাযায় মুক্তি পাবে ছবি।
View this post on Instagram
View this post on Instagram