Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুশান্তের মৃত্যুর ঘটনা নিয়ে কি ছবি করবেন রাম গোপাল ভার্মা?

রাম গোপাল জানিয়েছেন, যে কোনও বিষয়ে নিজের বক্তব্য প্রকাশ করার পর কে কী কমেন্ট করলেন, তা পড়ার প্রয়োজন মনে করেন না তিনি। কী ভাবছেন, তার প্রতিফলন ঘটে ছবিতেও। বহু সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি করেছেন তিনি। সুশান্তের ঘটনা নিয়ে কি কখনও চিত্রনাট্য লিখবেন?

সুশান্তের মৃত্যুর ঘটনা নিয়ে কি ছবি করবেন রাম গোপাল ভার্মা?
রাম গোপাল ভার্মা।
Follow Us:
| Updated on: Apr 07, 2021 | 1:11 PM

রাম গোপাল ভার্মা (Ram gopal Varma)। বলিউডের ইতিহাসে একটি প্রতিষ্ঠানের নাম। আজ তিনি বার্থডে বয়। কখনও ছবি তৈরি করে, কখনও বা সাম্প্রতিক বিষয়ে মত প্রকাশ করে শিরোনামে থাকেন রাম গোপাল। কোনও কোনও বক্তব্যের জন্য সমালোচনার মুখেও পড়েছেন তিনি। কিন্তু নিজের বক্তব্য থেকে এতটুকু সরতে রাজি নন।

২০২০-তে সুশান্ত সিং রাজপুতের আকস্মিক প্রয়াণ চমকে দিয়েছিল বলিউডকে। পরবর্তীতে প্রশ্নের মুখে পড়েছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া সে সময় যেন দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল। বেশিরভাগ দর্শকই রিয়াকে প্রায় ভিলেনে পরিণত করে ফেলেছিলেন। সেই পরিস্থিতিতেও রিয়ার সপক্ষে টুইট করেছিলেন রাম গোপাল। আবার কখনও বা কঙ্গনা রানাওয়াতের পক্ষে টুইট করতে দেখা গিয়েছে তাঁকে।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রাম গোপাল বলেন, “সোশ্যাল মিডিয়ার কথা যদি বলেন আমার তো মনে হয় সুশান্ত সিং রাজপুতের কথা সকলে ভুলে গিয়েছেন। রিয়ার সঙ্গে কী হয়েছে, তাও আমি জানি না। সোশ্যাল মিডিয়া সার্কাসে পরিণত হয়েছে। প্রথমে সকলে খুব চিৎকার করে। তারপর ভুলে যায়। আমার মনে হয় টুইটার এমন একটা জায়গা হয়ে গিয়েছে যেখানে সকলেই কুকুরের মতো চিৎকার করছে।”

আরও পড়ুন, মানুষ নিজের মনের ইচ্ছেপূরণ করতে না পারলেই ট্রোল করে: দেবলীনা কুমার

রাম গোপাল জানিয়েছেন, যে কোনও বিষয়ে নিজের বক্তব্য প্রকাশ করার পর কে কী কমেন্ট করলেন, তা পড়ার প্রয়োজন মনে করেন না তিনি। কী ভাবছেন, তার প্রতিফলন ঘটে ছবিতেও। বহু সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি করেছেন তিনি। সুশান্তের ঘটনা নিয়ে কি কখনও চিত্রনাট্য লিখবেন? এ প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, “লিখতেও পারি, আবার নাও লিখতে পারি। রিলেট করার মতো অনেক বিষয় আছে। তবে আমার মনে হয়, হয়তো এটা নিয়ে আমি কাজ করতাম।”

রাম গোপাল ভার্মা পরিচালিত ‘ডি কোম্পানি’ মুক্তি পাওয়ার কথা ছিল গত ২৬ মার্চ। ‘মাদার অব অল গ্যাংস্টার ফিল্মস্’ বলে ছবিটিকে সম্বোধন করেছিলেন রাম। এটি ছিল তাঁর স্বপ্নের প্রজেক্ট। কিন্তু সে ছবি মুক্তি নাকি প্রশ্নের মুখে। বলিউড সূত্রে খবর, ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর পক্ষ থেকে ‘ডি কোম্পানি’ মুক্তিতে বাধা দেওয়া হয়েছে। অভিযোগ, ছবির সঙ্গে যুক্ত অনেকেই তাঁদের প্রাপ্য টাকা পাননি। যদিও এ নিয়ে রাম গোপাল টুইট করেন, “দেশের বিভিন্ন জায়গায় ফের কোভিড হানা দিয়েছে। কোথাও কোথাও লকডাউনের আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই ডি কোম্পানির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ছবি মুক্তির নতুন দিন খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে।” কবে ছবিটি মুক্তি পাবে জন্মদিনে অন্তত তার কোনও আভাস দেননি পরিচালক।