AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্যামেরার সামনে রণবীরকে ১০০ বার নগ্ন করেন কোন পরিচালক, কেন জানেন?

কাপুর পরিবারের সদস্য, স্টারকিড বলেই যে তাঁর ক্ষেত্রে নিয়ম পাল্টে যাবে, এমনটাও নয়। বরং রণবীর কাপুর সারাদিন ধরে একটা টেকের পিছনে পরিশ্রম করতে রাজি থাকেন। কেরিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত এমন উদাহরণ তাঁর ঝুলিতে ভর্তি। 

ক্যামেরার সামনে রণবীরকে ১০০ বার নগ্ন করেন কোন পরিচালক, কেন জানেন?
| Edited By: | Updated on: May 28, 2025 | 2:13 PM
Share

রণবীর কাপুর। বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা। বর্তমানে তিনি সুপারস্টার। যদিও পর্দার সামনে দাঁড়ালে আজও তিনি নিজেকে ১০০ শতাংশ ভেঙে গড়ার ক্ষমতা রাখেন। প্রতিটা চরিত্রে ভিন্ন লুকে সামনে আসার চেষ্টা করেন। চরিত্র হয়ে ওঠার গুণে রণবীর বারবার প্রশংসিত দর্শক মহলে। ফলে সেখানে বিন্দুমাত্র ফাঁক রাখতে পছন্দ করেন না তিনি। কাপুর পরিবারের সদস্য, স্টারকিড বলেই যে তাঁর ক্ষেত্রে নিয়ম পাল্টে যাবে, এমনটাও নয়। বরং রণবীর কাপুর সারাদিন ধরে একটা টেকের পিছনে পরিশ্রম করতে রাজি থাকেন। কেরিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত এমন উদাহরণ তাঁর ঝুলিতে ভর্তি।

যদিও যে দৃশ্যের কথা হচ্ছে, তা রণবীরের ডেবিউ ছবি ‘সাওয়ারিয়া’-র কাহিনি। এই ছবিতে তাঁকে নগ্নদৃশ্যে কয়েক সেকেন্ডের জন্যে দেখা গিয়েছিল। যেখানে তাঁর পরণে থাকা তোয়ালে খুলে পড়ে যায়। সেই দৃশ্যের টেক দিতে গিয়ে নাজেহাল হতে হয়েছিল নায়ককে। কেবল রণবীর কাপুর নন, এই ছবি সোনম কাপুরেরও ডেবিউ ছবি। ‘যব সে তেরে নয়না’ গানের দৃশ্যে তাঁকে ১০ বা ২০ বার নয়, মোট ১০০ বার টেক দিতে হয়েছিল। কারণ ক্যামেরার পিছনে তখন সঞ্জয়লীলা ভনসালি।

যদিও তাতে বিন্দুমাত্র বিরক্ত হননি নায়ক। বরং তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। বলিউড পেয়েছিল তার আগামী সুপারস্টারকে। প্রথম ছবিতেই শত শত মহিলা অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন রণবীর। আর আজ তিনি বলিউডের অন্যতম স্তম্ভ।