শত চেষ্টা করেও সব শেষ, গর্ভেই নষ্ট রানির সন্তান, চলছিল কত মাস?
Rani Mukherjee:মিসক্যারেজ-- এই শব্দবন্ধনীর সঙ্গে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের পরিচয় ঘটেছে বছর কয়েক আগেই। যা ঘটেছে তাঁর সঙ্গে সেই অভিঘাতে কার্যত বিধ্বস্ত হয়েছিল তাঁর জীবন। সেই ঘটনা নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন রানি। জানিয়েছেন, মেয়ে আদিরার পর আরও একবার মা হওয়ার সুযোগ হয়েছিল তাঁর। কিন্তু গর্ভস্থ সন্তান বাঁচেনি। গর্ভাবস্থায় পাঁচ মাসেই নষ্ট হয়ে প্রাণ।
মিসক্যারেজ– এই শব্দবন্ধনীর সঙ্গে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের পরিচয় ঘটেছে বছর কয়েক আগেই। যা ঘটেছে তাঁর সঙ্গে সেই অভিঘাতে কার্যত বিধ্বস্ত হয়েছিল তাঁর জীবন। সেই ঘটনা নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন রানি। জানিয়েছেন, মেয়ে আদিরার পর আরও একবার মা হওয়ার সুযোগ হয়েছিল তাঁর। কিন্তু গর্ভস্থ সন্তান বাঁচেনি। গর্ভাবস্থায় পাঁচ মাসেই নষ্ট হয়ে প্রাণ।
রানির কথায়, “৪৬ বছর বয়স হবে আমার। এই বয়সে এসে সন্তান ধারণ করা আর আমার পক্ষে সম্ভব নয়। খুব কষ্ট লাগে এটা ভেবে যে আমি আমার সন্তান আদিরাকে আর একটি ভাই অথবা বোন দিতে পারলাম না। খুব খারাপ লাগে। আদিরা জন্ম নেওয়ার পর থেকেই আর এক সন্তানের জন্য আমরা চেষ্টা করতে থাকি। সাত বছর ধরে চলে সেই চেষ্টা। আমার মেয়ে এখন আট বছরের। ও যখন বছর দেড়েকের তবে থেকেই চলে সেই চেষ্টা। অবশেষে আমি অন্তঃসত্ত্বা হই। কী আনন্দ তখন আমার। কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই সব শেষ।” আদিরা তাঁর কাছে ‘মিরাক্যল বেবি’। তাঁকে নিয়েই ভাল থাকার চেষ্টা করছেন রানি।
শুধু রানি নয়, মিসক্যারেজের সাক্ষী হয়েছেন বহু বলি নায়িকাই। তবে রানির মতো প্রকাশ্যে তা নিয়ে মুখ খুলেছেন হাতে গোনা। কাজের পরিধি আদিরা হওয়ার পর অনেকটাই কমিয়ে দিয়েছেন রানি। মেয়ে ও সংসারকে কেন্দ্র করেই নিয়ন্তিত হয় তাঁর প্রতিদিন।