মাত্র ২১-এ হয়েছিল বাগদান, হঠাৎই সব শেষ! রশ্মিকার প্রথম প্রেমকে চেনেন?

Rashmika Mandanna: সেলুলয়েডের আনাচ কানাচ বলে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা এই মুহূর্তে প্রেম করছেন বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। এও শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি বিয়েও করবেন তাঁরা।

| Updated on: Apr 07, 2024 | 4:20 PM
সেলুলয়েডের আনাচ কানাচ বলে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা এই মুহূর্তে প্রেম করছেন বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। এও শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি বিয়েও করবেন তাঁরা।

সেলুলয়েডের আনাচ কানাচ বলে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা এই মুহূর্তে প্রেম করছেন বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। এও শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি বিয়েও করবেন তাঁরা।

1 / 8
তবে জানেন কি খুব ছোট্ট বয়সেই বিয়ে হয়ে যেত রশ্মিকার। সব ঠিক ছিল। এমনকি হয়ে গিয়েছিল বাগদানও। তবে হঠাৎই শেষ হয়ে গেল সব। কী করে? কে ছিলেন রশ্মিকার প্রথম প্রেম? টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল সবটা।

তবে জানেন কি খুব ছোট্ট বয়সেই বিয়ে হয়ে যেত রশ্মিকার। সব ঠিক ছিল। এমনকি হয়ে গিয়েছিল বাগদানও। তবে হঠাৎই শেষ হয়ে গেল সব। কী করে? কে ছিলেন রশ্মিকার প্রথম প্রেম? টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল সবটা।

2 / 8
শুরুটা হয়েছিল ২০১৬ সালে। সে সময় অভিনেতা রক্ষিত শেট্টির বিপরীতে কাস্ট করা হয়েছিল রশ্মিকা। ছবির নাম 'কিরিক পার্টি', পরিচালক ছিলেন 'কান্তারা' খ্যাত ঋষভ শেট্টি। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর মুক্তি পায় ওই ছবি।

শুরুটা হয়েছিল ২০১৬ সালে। সে সময় অভিনেতা রক্ষিত শেট্টির বিপরীতে কাস্ট করা হয়েছিল রশ্মিকা। ছবির নাম 'কিরিক পার্টি', পরিচালক ছিলেন 'কান্তারা' খ্যাত ঋষভ শেট্টি। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর মুক্তি পায় ওই ছবি।

3 / 8
মুক্তি পেতেই বক্স অফিসে যাবতীয় রেকর্ডকে ভেঙে দিয়েছিল ওই ছবি। বক্সঅফিসের হিসেব বলে, ৪ কোটি বাজেটের ওই ছবি ৫০ কোটির ব্যবসা করে। শুরুতেই ইন্ডাস্ট্রি রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন রশ্মিকা।

মুক্তি পেতেই বক্স অফিসে যাবতীয় রেকর্ডকে ভেঙে দিয়েছিল ওই ছবি। বক্সঅফিসের হিসেব বলে, ৪ কোটি বাজেটের ওই ছবি ৫০ কোটির ব্যবসা করে। শুরুতেই ইন্ডাস্ট্রি রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন রশ্মিকা।

4 / 8
আর ওই ছবির মধ্যে দিয়েই তাঁর প্রেম হয় রক্ষিতের সঙ্গে। তাঁর থেকে প্রায় ১৩ বছরের বড় ছিলেন রক্ষিত। ২০১৭ সালের ৩ জুলাই পরিবারের সকলের সম্মতিতে তাঁদের বাগদান তথা এনগেজমেন্টও হয়ে যায়।

আর ওই ছবির মধ্যে দিয়েই তাঁর প্রেম হয় রক্ষিতের সঙ্গে। তাঁর থেকে প্রায় ১৩ বছরের বড় ছিলেন রক্ষিত। ২০১৭ সালের ৩ জুলাই পরিবারের সকলের সম্মতিতে তাঁদের বাগদান তথা এনগেজমেন্টও হয়ে যায়।

5 / 8
কথা ছিল খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। সে সময় রশ্মিকার বয়স মাত্র ২১ বছর। ওদিকে রক্ষিতের বয়স ছিল ৩৪ বছর। কিন্তু ২০১৮ সালেই সব আচমকা শেষ হয়ে যায়।

কথা ছিল খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। সে সময় রশ্মিকার বয়স মাত্র ২১ বছর। ওদিকে রক্ষিতের বয়স ছিল ৩৪ বছর। কিন্তু ২০১৮ সালেই সব আচমকা শেষ হয়ে যায়।

6 / 8
শোনা যায় তাঁদের বিয়ে ভেঙে গিয়েছে। তাজ্জব হয়ে যান ভক্তরা। কেন ভাঙল সেই সম্পর্ক? শোনা যায়, বাগদানের পর থেকেই দু'জনের নাকি মানিয়ে নিতে বেজায় অসুবিধে হচ্ছিল।

শোনা যায় তাঁদের বিয়ে ভেঙে গিয়েছে। তাজ্জব হয়ে যান ভক্তরা। কেন ভাঙল সেই সম্পর্ক? শোনা যায়, বাগদানের পর থেকেই দু'জনের নাকি মানিয়ে নিতে বেজায় অসুবিধে হচ্ছিল।

7 / 8
বিয়ে ভাঙার পর কেরিয়ারে ফোকাস করতে শুরু করেন রশ্মিকা। দক্ষিণ ছাড়িয়ে এই মুহূর্তে বলিউডেও কাজ করছেন তিনি। একই সঙ্গে সম্পর্কে আছে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেও।

বিয়ে ভাঙার পর কেরিয়ারে ফোকাস করতে শুরু করেন রশ্মিকা। দক্ষিণ ছাড়িয়ে এই মুহূর্তে বলিউডেও কাজ করছেন তিনি। একই সঙ্গে সম্পর্কে আছে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেও।

8 / 8
Follow Us: