Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমিতাভ-প্রসঙ্গ উঠতেই ঝরঝর করে কেঁদে ফেললেন রেখা! ‘এত বছর পরেও…’

নিজেদের প্রেমের কথা এ যাবৎ কখনও স্বীকার করেননি অমিতাভ। রেখা চুপ থাকলেও ২০০৪ সালে সব হিসেব ঘেঁটে গিয়েছিল। মন-প্রাণ খুলে সিমি গারেওয়ালের টক শো-য়ে রেখা যা বলেছিলেন, তা চমকে দিয়েছিল তামাম বিশ্বকে। সিমি রেখাকে সরাসরি প্রশ্ন করেছিলেন তিনি অমিতাভকে ভালবাসেন কিনা।

অমিতাভ-প্রসঙ্গ উঠতেই ঝরঝর করে কেঁদে ফেললেন রেখা! 'এত বছর পরেও...'
কেঁদে ফেললেন রেখা
Follow Us:
| Updated on: Jan 16, 2024 | 10:03 PM

রেখা ও অমিতাভ বচ্চন– এই দুই তারকার রহস্যে মাখা প্রেমকাহিনী নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। কেন তাঁদের প্রেম হয়েও হল না তা নিয়ে প্রশ্ন সেই কতদিনের। ১৯৮১ সালে ‘সিলসিলা’র পর থেকে আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এবার সেই ‘সিলসিলা’র প্রসঙ্গ আসতেই কেঁদে ফেললেন রেখা! তাঁর সঙ্গে চোখ ভিজল ভক্তদেরও। কী ঘটেছে? এক রিয়ালিটি শোয়ে হাজির হয়েছিলেন রেখা। সেখানেই এক খুদে ভক্ত রেখার সঙ্গে গলা মিলিয়ে সিলসিলা ছবির ‘নীল আসমান’ গানটি গাওয়ার অনুরোধ করে। রেখা তাঁকে মঞ্চে ডাকতেই সে জুড়ে দেয় গান। তবে মাঝপথে গান ভুলে যেতেই পাশে দাঁড়ান রেখা। তিনিও গাইতে শুরু করেন সেই আইকনিক গান। কিন্তু এ কী! রেখা যে কাঁদছেন! চোখ দিয়ে বয়ে চলেছে জলের ধারা। নজর এড়ায় না কারও। ওই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, “তবে কি ভালবাসা আজও আছে বেঁচে? এত বছর পরেও”?

নিজেদের প্রেমের কথা এ যাবৎ কখনও স্বীকার করেননি অমিতাভ। রেখা চুপ থাকলেও ২০০৪ সালে সব হিসেব ঘেঁটে গিয়েছিল। মন-প্রাণ খুলে সিমি গারেওয়ালের টক শো-য়ে রেখা যা বলেছিলেন, তা চমকে দিয়েছিল তামাম বিশ্বকে। সিমি রেখাকে সরাসরি প্রশ্ন করেছিলেন তিনি অমিতাভকে ভালবাসেন কিনা।

উত্তরে রেখা বলেছিলেন, “এটা একটা বোকা বোকা প্রশ্ন। অবশ্যই ভালবাসি। এখনও পর্যন্ত এমনও একজন মানুষকে পেলাম না যিনি মন থেকে, তীব্র ভাবে, মরিয়া হয়ে, আশাহীন হয়ে ওকে ভাল না বেসে থাকতে পারবেন। তাহলে আমি আলাদা কেন হব? কেন মানব না যে আমি ওকে ভালবাসি না? হ্যাঁ বাসি, খুব ভালবাসি। এই দুনিয়ার সব ভালবাসা যোগ করে তাতে আরও কিছু ভালবাসা যোগ করে দিন, যা দাঁড়ায় ততটাই ভালবাসি ওকে।” এই মন্তব্যের পর বলিউডে ঝড় উঠেছিল। তবে বচ্চন পরিবারের কেউই এই নিয়ে মুখ খোলেননি তখনও। কিছু কিছু জিনিস যে অন্তরালেই থাকা ভাল– এমনটাই কি অনুধাবন করতে পেরেছিলেন ওঁরা?