AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গভীর রাতে জেনেলিয়াকে রীতেশের মেসেজ, ‘সম্পর্ক ভাঙতে চাই’!

Bollywood Gossip: এত বছর কেটে গেলেও আজও একসঙ্গে আছেন তাঁরা, আছেন সুখে-নিশ্চিন্তে। সেই রীতেশই নাকি জেনেলিয়ার সঙ্গে থাকতে অস্বীকার করেন একবার! পরিস্কার লিখে দেন, 'উই আর ডান'। সারা রাত আর ঘুমোতে পারেননি জেনেলিয়া।

গভীর রাতে জেনেলিয়াকে রীতেশের মেসেজ, 'সম্পর্ক ভাঙতে চাই'!
রীতেশ-জেনেলিয়া।
| Updated on: Oct 03, 2024 | 6:06 PM
Share

যাই হয়ে যাক না কেন, সিনেপাড়ায় যাদের বিচ্ছেদই হয়ে যাক না কেন, এই দু’জন সারাজীবন একসঙ্গেই থাকবেন– এমনটাই মনে করেন তাঁদের ভক্তরা। তাঁরা জেনেলিয়া ডি’সুজা ও রীতেশ দেশমুখ। সেই কোন ছোট্ট বয়সের প্রেম, সেখান থেকে বিয়ে ও সন্তান– এত বছর কেটে গেলেও আজও একসঙ্গে আছেন তাঁরা, আছেন সুখে-নিশ্চিন্তে। সেই রীতেশই নাকি জেনেলিয়ার সঙ্গে থাকতে অস্বীকার করেন একবার! পরিস্কার লিখে দেন, ‘উই আর ডান’। সারা রাত আর ঘুমোতে পারেননি জেনেলিয়া। কান্নায় ভেঙে পড়েছিলেন। নেপথ্যে যে লুকিয়ে রয়েছে এই ঘটনা তা ঘুণাক্ষরেও টের পাননি জেনেলিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেনেলিয়া শেয়ার করেছেন সেই কথা। যা শুনে কষ্ট নয়, বরং হাসি পাবে আপনার। একবারের জন্য হলেও আপনি ভাবতে বাধ্য হবেন, সত্যি রীতেশ পারেনও!

জেনেলিয়ার কথায়, “তখন কটা হবে, রাত একটা, আচমকাই রীতেশের ফোন থেকে আমার ফোনে এক মেসেজ আসে। সেখানে লেখা, আর পারছি না। উই আর ডান। আমি ঘুমোচ্ছিলাম। আড়াইটে নাগাদ ঘুম ভাঙে। ঘুম ভেঙে ওই মেসেজ দেখতে পাই আমি। ডিপ্রেশনে চলে যাই, কান্না পেতে থাকে। খুব কষ্ট হতে থাকে। শুধু ভাবতে থাকি, ‘কী ভুল ছিল? কী করেছি আমি?” এখানেই না থেমে জেনেলিয়া আরও যোগ করেন, “সকাল ৯টা অবধি একভাবেই বসে থাকি। হঠাৎ করেই ওর ফোন, কী করছ? আমি তো অবাক, এই সব পাঠিয়ে এর স্বাভাবিক কী করে? ওকে জিজ্ঞাসা করি, ও মনে করিয়ে দেয় তারিখটা। ১ এপ্রিল, এপ্রিল ফুল ডে। রাতে যে ওই মেসেজ পাঠিয়ে ঘুমোতে গিয়েছে তা ওর মনেও নেই।”

২০১২ সালে পরিবারের সম্মতিতে বিয়ে করেন জেনেলিয়া ও রীতেশ। তাঁদের দুই সন্তান রয়েছে। এত বছর হয়ে গেলেও ভালবাসা এতটুকুও কমেনি তাঁদের মধ্যে।