দেব নন, রুক্মিণীর ভ্যালেন্টাইন অন্য কেউ!

একসঙ্গে কয়েকটা ছবিতে দেব-রুক্মিণীর অভিনয় দেখেছেন দর্শক। রুক্মিণী তৈরি হচ্ছেন তাঁর বলি ডেবিউয়ের জন্য। তার মধ্যেই বিশেষ দিনটা কাটিয়ে ফেললেন এই জুটি।

দেব নন, রুক্মিণীর ভ্যালেন্টাইন অন্য কেউ!
রুক্মিণী মৈত্র। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Feb 14, 2021 | 8:14 PM

দেব (Dev) এবং রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। টলিউডের এই জুটি কি আসলে বন্ধু নাকি তাঁদের প্রেমের সম্পর্ক রয়েছে।

প্রশ্নটা কমন পড়ল তো। বন্ধু তো বটেই। কিন্তু এই জুটি যে আরও কিছুটা স্পেশ্যাল সম্পর্ক শেয়ার করেন, এ কথা টলি পাড়ার কারও অজানা নয়। দেব বহু সাক্ষাৎকারে রুক্মিণীকে গার্লফ্রেন্ড বলেই সম্বোধন করেছেন। কিন্তু রুক্মিণীর প্রকাশ্য উত্তরে দেব ভাল বন্ধুই। আজ ভালবাসার দিন। ভ্যালেন্টাইন ডে-তেও দেব নন, রুক্মিণীর সোশ্যাল পোস্ট জুড়ে অন্য এক ভালবাসার মানুষ।

রুক্মিণীর পোস্টে রয়েছে তাঁর মা মধুমিতা মৈত্রর ছবি। তিনি খাবার টেবিলে বসে রয়েছেন। রুক্মিণী লিখেছেন, ‘আমার সারা জীবনের ভ্যালেন্টাইন’।

দেব কিন্তু এই বিশেষ দিনে আলাদা কোনও ছবি পোস্ট করেননি। বরং তাঁর সোশ্যাল ওয়াল জুড়ে রয়েছে তাঁর ডান্স ডান্স জুনিয়র সিজন ২-এর পোস্ট। একসঙ্গে কয়েকটা ছবিতে দেব-রুক্মিণীর অভিনয় দেখেছেন দর্শক। রুক্মিণী তৈরি হচ্ছেন তাঁর বলি ডেবিউয়ের জন্য। তার মধ্যেই বিশেষ দিনটা কাটিয়ে ফেললেন এই জুটি।

আরও পড়ুন, ভালবাসার মানুষের সঙ্গে দাবা খেলে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করলেন রাহুল!