AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভালবাসার মানুষের সঙ্গে দাবা খেলে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করলেন রাহুল!

রাহুলের সেই ভালবাসার মানুষটি কে? না! কোনও বান্ধবী বা প্রেমিকা নন। রাহুলের ভালবাসার মানুষ তাঁর ছেলে সহজ।

ভালবাসার মানুষের সঙ্গে দাবা খেলে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করলেন রাহুল!
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
| Updated on: Feb 14, 2021 | 7:22 PM
Share

রবিবারের দুপুর। ছুটির দুপুর। অবশ্য ক্যালেন্ডারে ১৪ ফেব্রুয়ারি যদি রবিবার হয়, তাহলে সেদিনটার মানে বদলে যায় বৈকি! ভালবাসার দিনটা ভালবাসার মানুষের সঙ্গেই কাটালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)।

রাহুলের সেই ভালবাসার মানুষটি কে? না! কোনও বান্ধবী বা প্রেমিকা নন। রাহুলের ভালবাসার মানুষ তাঁর ছেলে সহজ। ছেলের সঙ্গে রোদ্দুরে ধুয়ে যাওয়া ঘরে দাবার বোর্ড সাজিয়ে বসেছেন অভিনেতা। বাবা-ছেলে মন দিয়েছেন দাবা খেলায়। রাহুল এই ছবির ক্যাপশনে লিখেছেন, হুর হুর দাবাং।রাহুলের সোশ্যাল পোস্ট বলছে, এই ছবি আজকেরই।

hur hur “daba”ng

Posted by Rahul Arunoday Banerjee on Sunday, February 14, 2021

রাহুল এবং প্রিয়ঙ্কার একমাত্র ছেলে সহজ। দুই তারকার দাম্পত্য বিচ্ছেদের মামলা এখনও চলছে। তবে বহুদিন থেকেই আলাদা থাকেন তাঁরা। বিচ্ছেদের কারণ হিসেবে কখনও রাহুলের নতুন বান্ধবী, কখনও বা প্রিয়ঙ্কার নতুন বন্ধুর জল্পনা হয়েছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু সেই সব নতুন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও ইতিবাচক মন্তব্য করেননি রাহুল-প্রিয়ঙ্কা। সহজের দায়িত্বও ভাগ করেছেন নিয়েছেন যৌথ ভাবেই। বাবা এবং মা দুজনের সান্নিধ্য পেয়েই বড় হচ্ছে সহজ। ছুটির দুপুরে বাবার সঙ্গে সময় কাটাচ্ছে সে।

আরও পড়ুন, ‘নৈবেদ্য’ সাজালেন মেখলা দাশগুপ্ত, পাশে থাকছেন তো?